ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডেতেও টসে জিতেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেও তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম।
প্রথম ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সুযোগ থাকলেও নিউজিল্যান্ড অধিনায়কের দারুণ সেঞ্চুরিতে পাঁচ উইকেটের হার মানতে হয় টাইগারদের।
প্রথম দুই ম্যাচে জয়ের পরে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন রস টেইলর। বাদ পড়েছেন উইল ইয়াং।
অন্যদিকে বাংলাদেশ তাদের একাদশে এনেছে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে একাদশে এসেছেন রুবেল হোসেন।
একাদশবাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।