দীর্ঘ ২৩ বছরের পাকিস্তানি শোষণের পর ৫০ বছর আগের ২৬ মার্চে এসেছিল স্বাধীনতার ঘোষণা। ১৯৭১ সালের এই দিনেই পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক রাষ্ট্র।
আজ ২৬ মার্চ সেই ঘোষণার ৫০তম বার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আজ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সাকিব আল হাসান তার ফেইসবুক পেইজে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকল মুক্তিযোদ্ধাদের।
‘স্বাধীনতার ৫০তম বছরে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধাদের। তাঁদের আত্মত্যাগেই বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’, লেখেন সাকিব।
অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, প্রতিবার বাংলাদেশের জার্সি গায়ে জড়ালে তার যে গর্বের অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
‘৪৯ বছর ধরে আমরা জাতি হিসেবে অর্থনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে মনে রাখার মত উন্নতি করেছি। আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই প্রথমেই মুক্তিযোদ্ধাদের । কৃতজ্ঞতা প্রবাসী রেমিট্ন্স যোদ্ধাদের প্রতি যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন।
‘যখনই আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে মাঠে নামি, সেই গর্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি আজকের মুশফিকুর রহিম হতে পারতাম না, যদি এ দেশ স্বাধীন না হতো। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’, লেখেন মুশফিক।
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লেখেন, ‘৫০ শুধুমাত্র আমার দেশের হাফ-সেঞ্চুরি নয়। এই সংখ্যায় লুকিয়ে আছে বীরত্ব, ত্যাগ ও ইতিহাস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল লেখেন, ‘মহান স্বাধীনতা দিবস-এর শুভেচ্ছা।’
ওপেনার সৌম্য সরকার লেখেন, ‘স্বাধীনতা সহজে মেলে না। লড়াই করে অর্জন করতে হয়। তাই তো স্বাধীনতা দিবস এক গর্বের দিন। এমন বিশেষ দিনে অনেকে-অনেক শুভেচ্ছা জানাই আপনার পরিবার এবং আপনাকে। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
জাতীয় দলের ওপেনার লিটন দাস লেখেন, ‘আজ আমরা স্বাধীনতার ৫০তম বছরে পা দিলাম। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের। তাঁদের জন্যেই আজ আমরা মাথা উচুঁ করে চলতে পারি,বলতে পারি আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
স্বাধীনতা দিবসে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ওয়ানডে শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।