সিরিজ জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে প্রথম দুই ম্যাচ হেরেই। তবুও ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে বাংলাদেশের আশা, একটা জয় যদি পাওয়া যায়!
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এখনও সোনার হরিণ হয়েই আছে টাইগারদের জন্য। ১৫ ওয়ানডের একটিতেও জয় নেই। জয় অবশ্য কাছে এসেছিল দ্বিতীয় ওয়ানডেতেই। কিন্তু পিছলে হাতে সেটি ফসকে গিয়েছে, সঙ্গে ছিল প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামের দুর্দান্ত শতক।
২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে সেরা আট দলের মধ্যে। প্রতি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ। ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে তাই ১০ পয়েন্ট নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে।
বাংলাদেশের স্বাধীনতার ঠিক ৫০ বছর পূর্তির দিন মাঠে নামছে টাইগাররা। স্বাধীনতা দিবস উদযাপনের দারুণ উপলক্ষ্য হতে পারে নিউজিল্যান্ডে প্রথম জয়।
মুস্তাফিজের চোট-শঙ্কাদ্বিতীয় ওয়ানডেতে ৪৮তম ওভার করতে এসে তিন বল করেই মাঠ ছেড়েছিলেন পেইসার মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছিল, চোট কাফ মাসলে।
তবে ম্যাচের পর তামিম জানিয়েছিলেন, আশা রাখছেন তৃতীয় ম্যাচে মুস্তাফিজ খেলবেন।
‘মুস্তাফিজের কাফ মাসলে একটু টান লেগেছিল। যে কারণে ও মাঠ থেকে উঠে গেল। পরে ওর সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। সে ভাল আছে, আমার মনে হয় সে তৃতীয় ম্যাচে খেলবে’- বলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক
ফিরছেন টেইলরচোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি অভিজ্ঞ ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যান রস টেইলর। তবে নিউজিল্যান্ড দল জানিয়েছে, তৃতীয় ম্যাচে খেলছেন টেইলর।
চোট কাটিয়ে উঠে দলের চিকিৎসকদের সবুজ সংকেত পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি একাদশে থাকবেন সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত উইল ইয়াংয়ের বদলে।
সম্ভাব্য একাদশচোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পাননি হাসান মাহমুদ। চোট কাটিয়ে উঠলে মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে তাকে দেখা যেতে পারে একাদশে।
মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি না-ও নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে আসতে পারেন রুবেল হোসেন কিংবা অভিষেক হতে পারে শরিফুল ইসলামের।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন/হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।
সিরিজ জিতে যাওয়ার পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ট্রেন্ট বোল্টের বদলে একাদশে আসতে পারেন টিম সাউদি।
সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি/ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও ম্যাট হেনরি।
পিচ ও কন্ডিশনওয়েলিংটনের বেসিন রিজার্ভের পিচ বেশ ব্যাটিং সহায়ক। প্রথমে ইনিংসে এই মাঠে গত দশ বছরে গড় ২৮০ এর বেশি।
ওয়েলিংটনে শুক্রবার নেই বৃষ্টির সম্ভাবনা। সারা দিন আবহাওয়া থাকার কথা রৌদ্রজ্জ্বল।
শুক্রবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।