বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কার বিপক্ষে বিপদে উইন্ডিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মার্চ, ২০২১ ১৩:০৯

শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪৭৬। তাতে করে ক্যারিবীয়দের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য ৩৭৫। চতুর্থ দিনের শেষে স্বাগতিকরা ৩৪ রান তুলতে হারিয়েছে এক উইকেট, জয় এখনও ৩৪১ রান দূরে।

অ্যান্টিগায় নিজেদের প্রথম ইনিংস শেষে বেশ শান্তিতেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে নিজেরা তুলেছিল ২৭১, তাতে মিলেছিল ১০২ রানের লিড।

কিন্তু শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হতে না হতেই সেই সুখ বিষাদে পরিণত হলো স্বাগতিকদের। শ্রীলঙ্কা যে নিজেদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪৭৬!

তাতে করে ক্যারিবীয়দের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ৩৭৫। চতুর্থ দিনের শেষে স্বাগতিকরা ৩৪ রান তুলতে হারিয়েছে এক উইকেট, জয় এখনও ৩৪১ রান দূরে।

লাহিরু থিরিমান্নের ৭৬, ওশাদা ফার্নান্দোর ৯১ ও নিরোশান ডিকওয়েলার ৯৬ রানের সঙ্গে অভিষিক্ত পাথুম নিসাঙ্কার শতকে শ্রীলঙ্কা গড়ে ৪৭৬ রানের শক্ত সংগ্রহ। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যেতেন ডিকওয়েলাও, কিন্তু কেমার রোচের বলে বোল্ড হয়ে ফিরলে তা আর হয়নি।

জবাবে ষষ্ঠ ওভারেই ওপেনার জন ক্যাম্পবেলকে হারায় ক্যারিবীয়রা। বিশ্ব ফার্নান্দোর বলে উইকেটের পেছেন ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

দিনের বাকি সময়টুকু অবশ্য দেখেশুনে পার করে দিয়েছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও এনক্রুমাহ বোনার। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৮ ও ১৫ রানে।

এ বিভাগের আরো খবর