বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে সুখবর পেলেন সাকিব

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৬:৫৬

বুধবার র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। ৪১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন সাকিব। ২৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। সেরা তিনে ঢুকলেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার পয়েন্ট নবীর থেকে চার কম।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ ৩৪তম জন্মদিন। এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও সুখবর পেলেন সাকিব। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অলরাউন্ডার পারফরম্যান্সে সবশেষ সংস্করণে শীর্ষে আছেন সাকিব।

বুধবার র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। ৪১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন সাকিব। ২৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। সেরা তিনে ঢুকলেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার পয়েন্ট নবীর থেকে চার কম।

নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পর থেকে শীর্ষে আছেন সাকিব। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি তার করা মন্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট মহলজুড়ে। ‘টক অব দ্য কাউন্ট্রিতে’ পরিণত হয়েছেন সাকিব। মঙ্গলবার সদ্যজাত সন্তান ও স্ত্রীকে রেখে দেশে ফিরেছেন সাকিব। একদিন বিশ্রামের পর বুধবার সকালে অনুশীলনে যোগ দেন তিনি। ৩৪তম জন্মদিনের সকালে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দেখা যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন তিনি ইনডোরের পাশের নেটে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে আগামী ১ এপ্রিল ভারতে যাবেন সাকিব। আইপিএলের ছুটি নিয়ে আলোচনা সারতে দেশে ফিরেছেন তিনি। এখনও বিসিবির সঙ্গে তার বৈঠক হয়নি বলে জানা যায়।

এ ছাড়াও তিন ফরম্যাটের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। শুধু ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিং ছাড়া কোনোটাতেই নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম। ওয়ানডে বোলিংয়ে চারে অপরিবর্তিত আছেন মেহেদী হাসান মিরাজ।

এ বিভাগের আরো খবর