শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জেতার পর প্রথম টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লঙ্কানরা।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ১৫৩ রানের লিড নিয়ে ব্যাটিং করছে সফরকারী শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬৯ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা।
দলের হয়ে একাই ব্যাট হাতে ক্রিজে ছিলেন থিরিমান্নে। ৭০ রানে বিদায় নিলে কেউ আর সেভাবে দীর্ঘায়িত করতে পারেনি লঙ্কানদের ইনিংস।
বল হাতে হোল্ডার একাই নেন পাঁচ উইকেট। কেমার রোচ তিনটি ও কর্নওয়েল নেন একটি করে উইকেট। নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ তুলতে পারেনি স্বাগতিকরাও। ২৭১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে কর্নওয়েলের ব্যাট থেকে। ফার্নান্দোর বলে ধরা দিয়ে ৬১ রানে সাজঘরে ফেরেন কর্নওয়েল।
এদিন দারুণ পারফরম্যান্স দেখান লাকমাল। পাঁচ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ইনিংসের সবচেয়ে বড় ভিলেন হিসেবে কাজ করেছেন। সঙ্গে ফার্নান্দো ও চামিরার দুটি করে উইকেট ওয়েস্ট ইন্ডিজদের ইনিংস ছোট রাখতে সাহায্য করে।
এরপরই পিছিয়ে থাকা লঙ্কানরাও হাল ধরার চেষ্টা করে। দারুণভাবে ব্যাক করে এখন ম্যাচে চালকের ভূমিকায় শ্রীলঙ্কা।
লাহিরু থিরিমান্নের ৭৬ ও ওশাডা ফার্নান্ডোর ৯১ ভিত গড়ে দেয় লঙ্কানদের ইনিংসের। তৃতীয় দিন শেষে ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ৪৬ রানে। পাথুম নিশাঙ্কা ক্রিজে টিকে আছেন ২১ রানে।
কাইল মায়ের্স ও কেমার রোচ নেন দুটি করে উইকেট। ফ্রন্টফুটে থেকে চতুর্থ দিন মাঠে নামবে লঙ্কানরা। আর ক্যারিবীয়দের চ্যালেঞ্জ হবে যত দ্রুত সম্ভব সফরকারীদের রানের পাহাড় ছোট করা।