নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয় এখনও অধরা বাংলাদেশের। সেই ধারা ভাঙার সুযোগ ছিল মঙ্গলবার। তা কাজে লাগাতে না পেরে আফসোসের শেষ নেই অধিনায়ক তামিম ইকবালের।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে তামিমের ৭৮ ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৭৩ রানের সঙ্গে মুশফিকুর রহিমের ৩৪ ও সৌম্য সরকারের ৩২ রানে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৭১ রান।
ইতিহাস কথা বলছিল বাংলাদেশের পক্ষে। ক্রাইস্টচার্চের হাগলে ওভালে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২৬১ রানের। বোলিংয়ে নেমে ১১ ওভারেই ব্ল্যাকক্যাপসদের তিন উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশের পালে বইছিল জয়ের সুবাতাস।
কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। বাজে ফিল্ডিং, নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের দারুণ সেঞ্চুরি ও ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ হারতে হয়েছে পাঁচ উইকেটে।
ম্যাচ হারায় যারপরনাই হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম। তার মতে, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর জন্য এবারের চেয়ে ভালো সুযোগ আর পায়নি বাংলাদেশ।
‘এর চেয়ে ভালো সুযোগ কোন সময় আমরা পাইনি। এটা আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। দেশের বাইরে এমন সুযোগ সব সময় আসেনা। খেলাটা আয়ত্তে ছিল কিন্তু দুইটা সুযোগ যেটা মিস করলাম, এই ক্যাচগুলো যদি ধরতে পারতাম তাহলে এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। অন্য কোন চিন্তা নাই, জেতা উচিত ছিল। সত্যি হতাশ যে আমরা এরকম সুযোগ কাজে লাগাতে পারিনি’-বলেন তামিম।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না। দ্বিতীয় ম্যাচ শেষে বললেন, ইতিবাচক কিছু খুঁজে পেলেও সেটি নিয়ে কথা বলতে চান না তিনি।
কেনো? কারণ তামিমের মতে, কী উন্নতি ঘটেছে বা কী ইতিবাচক ব্যাপার ঘটেছে, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটি, যে দল ম্যাচ জিততে পারেনি।
তামিম বলেন, ‘এই ম্যাচ থেকে অনেক কিছুই ইতিবাচক নেয়ার আছে। এই কথাগুলো বলতে বলতে যে-ই অধিনায়ক থাকে তার জন্য ক্লান্তিকর হয়ে যাচ্ছে। ম্যাচে এটা-ওটা ভাল হচ্ছে, আমি আপনাকে তিন-চারটা বিষয় দেখাতে পারি যা ইতিবাচক ছিল। কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য ম্যাচ জেতা। উন্নতির দিক থেকে চিন্তা করলে হ্যা ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা গুরুত্ব রাখে না। গুরুত্বটা হল বাংলাদেশের ম্যাচ জেতা উচিত যা আমরা পারিনি।’
তামিম যোগ করেন, তাদের উদ্দেশ্য ম্যাচ জেতা, উন্নতি করা নয়। তিনি বলেন, 'হ্যাঁ, এটা হয়ত বড় উন্নতি কিন্তু আমি ব্যাক্তিগতভাবে মনে করি আমরা এখানে উন্নতি করতে আসিনি। আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। আজ আমাদের জন্য সেই সুযোগটা ছিল যা আমরা কাজে লাগাতে পারিনি।'
২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।