ক্রাইস্টচার্চে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে ২৭১ রান তুলেছিল বাংলাদেশ।
শুরুতেই নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু বাজে ফিল্ডিং, নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের দারুণ সেঞ্চুরি ও ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ হারতে হয়েছে পাঁচ উইকেটে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, মঙ্গলবারই জেতার ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে দলকে বলে মনে করেছেন তিনি।
‘আমরা এখানে আগে কখনও জিতিনি। আজকে ভালো সুযোগ ছিল। ২৭১ ডিফেন্ড করার জন্য ভালো সংগ্রহ। উইকেটও একটু কঠিন। ভালো সুযোগ ছিল ম্যাচ জেতার কিন্তু ফিল্ডিংয়ে ভুলের জন্য খেসারত দিতে হয়েছে’, বলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ব্যাট হাতে মিঠুন খেলেছেন ৫৭ বলে ৭৩ রানের ঝলমলে এক ইনিংস। ছয় চার ও দুই ছয় দিয়ে সাজানো এই ইনিংস তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসও।
নিজের ইনিংস নিয়ে খুশি মিঠুন বলেন, চেষ্টা করেছেন বল দেখে খেলতে।
‘আমি চেষ্টা করেছি বল টু বল। আমরা সবাই জানি নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য কঠিন। সুতরাং বেশি ধীরে খেললে রান করা কঠিন। আমি তাই বল দেখে খেলেছি এবং ইতিবাচক থাকার চেষ্টা করেছি’, বলেন তিনি।
নিউজিল্যান্ডে এমনিতে রেকর্ড ভালো মিঠুনের। চার ইনিংস খেলেছেন, তার মধ্যে তিনটি ফিফটি হাঁকিয়েছেন।
মিঠুন চাইবেন, এমন ফর্ম নিয়েই তৃতীয় ম্যাচ খেলতে। দলও চাইবে, তার ব্যাটে ভর করে ভিন্ন ফল পেতে। মিঠুন নিজেও তাকিয়ে তৃতীয় ম্যাচের দিকে।
‘দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি যদি আমরা অন্তত একটি ম্যাচ জিতি, এটি আমাদের জন্য বড় সাফল্য। এখনও আমাদের একটি ম্যাচ বাকি, সেটায় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। হয়ত নতুন ম্যাচে আমরা ভিন্ন ফল পাবো’, বলেন মিঠুন।