বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না: তামিম

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ১৫:৪৬

দুটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ৫৮ রানে ল্যাথাম মেহেদিকে সহজ এক ফিরতি ক্যাচ দেন, কিন্তু সেটি ধরতে পারেননি তিনি। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচও দিয়েছিলেন নিশাম। কিন্তু সেই সহজ ক্যাচ ফেলে দেন মুশফিকুর রহিম।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবালের ৭৮ ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৭৩ রানে ভর করে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল টাইগাররা।

বোলিংয়েও ভালো শুরু পেয়েছিল তারা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ১১৩ রানের বড় জুটি, ল্যাথামের অপরাজিত সেঞ্চুরি ও ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচ পাঁচ উইকেটে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ।

দুটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ছিল ল্যাথামের। ৫৮ রানে নিউজিল্যান্ড অধিনায়ক মেহেদি হাসানকে সহজ এক ফিরতি ক্যাচ দেন, কিন্তু সেটি ধরতে পারেননি তরুণ এই অফ স্পিনার। জীবন পেয়ে ম্যাচ শেষ করে আসেন ল্যাথাম।

অন্যদিকে কনওয়ে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামা জিমি নিশামও ফিরতে পারতেন দ্রুতই। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সহজ ক্যাচ ফেলে দেন মুশফিকুর রহিম। সুযোগ পেয়ে ল্যাথামের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন নিশাম, যা বাংলাদেশকে কার্যত ছিটকে দেয় ম্যাচ থেকে।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী পর্বে অধিনায়ক তামিম বলেন, এই ম্যাচটি জেতা উচিত ছিল তাদের। সঙ্গে যোগ করেন, কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না।

‘আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা ক্যাচগুলো ধরতে পারিনি। যখন সুযোগ আসে, সেগুলো শতভাগ কাজে লাগাতে হয়। আজকে আমি হতাশ। দেখুন মানুষ ক্যাচ মিস করবেই। এটি কষ্ট দেয়। আমরা ক্যাচ দুটি ধরতে পারলে আমাদের সুযোগ ছিল। কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না, এটা সবার সাথেই হয়’, বলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

এই ম্যাচে পারফরম্যান্সে উন্নতি হলেও তামিমের মতে, তারা এখানে উন্নতির জন্য নয়, জয়ের জন্য এসেছেন। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। এটা একটি ভিন্ন উইকেট ছিল, কিছুটা স্লো, ২৭১ বেশ ভালো সংগ্রহ ছিল। মিঠুন দুর্দান্ত ছিল, মুশফিকও ভালো ছিল। যাই হোক, আমার মনে হয় এই ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। আমরা এখানে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি।‘

তবে দ্বিতীয় ম্যাচে হারের পরও ইতিবাচক আছেন তামিম। ওয়েলিংটনে তৃতীয় ম্যাচে সুযোগ কাজে লাগাতে চান তারা বলে জানান।

‘যখন পরের সুযোগটি আসে, তখন সেটির পুরো ফায়দা নিতে হয়। আমাদের ওয়েলিংটনে ইতিবাচক থাকতে হবে এবং তাদের সাথে আবার প্রতিযোগিতা করতে হবে’, বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ২৬ মার্চ।

এ বিভাগের আরো খবর