ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতেছে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম।
এর আগে ডানেডিনে প্রথম ম্যাচেও টসে জিতে একই সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। সেই ম্যাচে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩১ রানে। জবাবে মার্টিন গাপটিলের ঝড়ো ইনিংসে ভর করে ৮ উইকেট ২ ১৭২ বল হাতে রেখেই জয় পেয়েছিল স্বাগতিকরা।
প্রথম ম্যাচে জয়ের পরে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশ একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন হাসান মাহমুদ। তার বদলে একাদশে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
নিউজিল্যান্ডের লক্ষ্য এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করা। অন্যদিকে সিরিজে নিজেদের বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই টাইগারদের।
একাদশবাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।