মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যেন কেবিন ক্রু হিসেবে দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য সৌদিয়া এয়ারলাইন্সকে চিঠি দেয়া হয়েছে।
তামিমার আগের স্বামী রাকিব হাসানের পক্ষে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ইশরাত হাসান।
তিনি বলেন, গত ১০ মার্চ সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বরাবর এ চিঠি পাঠানো হয়। চিঠির বিষয়টি আজকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, কেবিন ক্রু তামিমা সুলতানার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে মামলা রয়েছে। কেবিন ক্রু হিসেবে তিনি দেশ ছাড়লে আর নাও ফিরতে পারেন। যা মামলা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
এছাড়া তামিমার পাসপোর্ট ও কর্মস্থলের ডকুমেন্টে রাকিব হাসানের নাম রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তামিমার আগের স্বামী রাকিব হাসান ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যাভিচার ও মানহানির অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। ৩০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাকিবের আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। আইন অনুযায়ী, তারা দুজনই (তামিমা ও নাসির) অপরাধ করেছেন এবং এই বিয়ে বাতিল বলে গণ্য। তাই আমরা রাকিবের পক্ষে আদালতে মামলাটি করেছি।’
চলতি বছরের ভালোবাসা দিবসে তামিমাকে জমকালো আয়োজনে বিয়ে করেন জাতীয় দলের ক্রিকেটার নাসির। বিয়ের আলোচনা থামার আগেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। এরপরই বিষয়টি আলোচনায় উঠে আসে।