বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ

  •    
  • ২২ মার্চ, ২০২১ ১৭:০৩

এই ম্যাচের সামনে দাঁড়িয়ে টাইগারদের লক্ষ্য জয় নিয়ে সিরিজে ফেরা। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ডের চাওয়া, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। নিজেরা ১৩১ রানে গুটিয়ে যাওয়ার পর টাইগাররা শেষ পর্যন্ত হার মানে আট উইকেটের বড় ব্যবধানে।

সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।

এই ম্যাচের সামনে দাঁড়িয়ে টাইগারদের লক্ষ্য জয় নিয়ে সিরিজে ফেরা। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ডের চাওয়া, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।

প্রথম ম্যাচ শেষে বাংলাদেশের অবস্থা অনেকটা এমনই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের কার্যকারিতার ছিটেফোঁটা দেখাতে পারেনি বাংলাদেশ। বাধ্য হয়ে অধিনায়ক তামিম ইকবালকে তো ম্যাচ শেষে বলতেই হলো, এই ম্যাচে ভালো কিছুই দেখছেন না তিনি।

তবে অধিনায়ক তামিম আশা রেখেছিলেন ভুল শুধরে ফিরে আসার। বলেছিলেন, ‘আমরা আশা করছি ভুলগুলো খুঁজে বের করার এবং সেগুলো পরের ম্যাচে না করার। এই কন্ডিশন আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আশা করছি আগামী ম্যাচে আমরা এর চেয়ে ভাল খেলব।’

নিশ্চিতভাবেই দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে মাত্র ১৩১ রানে গুটিয়ে যাওয়ায় বোলাররা প্রতিদ্বন্দ্বিতা গড়ার সুযোগই পায়নি। সেটি বুঝতে পারছেন তামিমও। তাই দ্বিতীয় ম্যাচে দলের ২৬০ থেকে ২৭০ রানের সংগ্রহ চান তিনি।

‘আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে বোলারদের ডিফেন্ড করার জন্য কিছু দিতে হলে। যদি আমরা এভাবে করে ১৩০ কিংবা ২০০ রানের মধ্যে অলআউট হয়ে যাই, তাহলে সত্যি কথা বোলারদের রান ডিফেন্ড করার কোনো কিছুই থাকবে না’, বলেন তামিম।

ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে বেশ কয়েকবার মিসফিল্ডিংয়ের কারণে রান দিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচেও নেই টেইলর

সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। প্রথম ওয়ানডের আগে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি টেইলর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাই মাঠে নামা হচ্ছে না তার।

তবে নিউজিল্যান্ডের আপাতত খুব বেশি চিন্তা নেই সেটি নিয়ে। প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জিতে তারা এখন আছে বেশ ফুরফুরে মেজাজে। তবে সতর্ক আছে নিউজিল্যান্ড। তাদের হেড কোচ গ্যারি স্টেডের মতে, বাংলাদেশ নিশ্চিতভাবেই ফিরে আসবে।

‘আমরা প্রথম ম্যাচে খুবই ভালো খেলেছি। এ রকম পারফরম্যান্স নিয়ে শুরু করতে পারাটা দারুণ। আমরা এভাবেই আগাতে চাই। কিন্তু আমরা আশা করছি যে বাংলাদেশ ভালোভাবেই ফিরে আসবে’, বলেন নিউজিল্যান্ডের হেড কোচ।

সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচে খরুচে থাকায় দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ না মিলতে পারে পেইসার হাসান মাহমুদের। তার জায়গায় একাদশে আসতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন।

একাদশে জায়গা ধরে রাখবেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও প্রথম ম্যাচে অভিষেক হওয়া মেহেদি হাসান।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে জয় পাওয়ার পর একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা সামান্যই নিউজিল্যান্ডের।

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

পিচ ও কন্ডিশন

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা নেই ক্রাইস্টচার্চে। সারা দিনই থাকবে রোদ; সঙ্গে সামান্য বাতাসও।

ক্রাইস্টচার্চের পিচ সম্প্রতি খুব বেশি রানবান্ধব না হলেও সুবিধা থাকবে ব্যাটসম্যান-বোলার সবার জন্যই। ২০১৮ ও ২০১৯ সালে ওয়ানডেতে এই মাঠে গড় রান ছিল ২২৩ ও ২২৬।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে।

এ বিভাগের আরো খবর