নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে আট উইকেটে নাস্তানাবুদ হয় সফরকারী দল। তবে, দিনটিকে ব্যতিক্রম মানছেন অলরাউন্ডার মাহেদি হাসান।সংবাদ মাধ্যমকে দেয়া বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় এই নতুন টাইগার বলেন, ১৩১ রানে গুটিয়ে যাওয়ার মতো দল নয় বাংলাদেশ। এই ধাক্কা সামলে নিয়েই পরের ম্যাচে নামবে পুরো দল।‘আমাদের দলটা আসলে এমন না। ওইদিন একটা খারাপ দিন ছিল। আমরা কেউই ভালো করতে পারিনি। তবে, ওইটা আমরা ভুলে যেতে চাই। সামনের ম্যাচে মনোযোগ দিচ্ছি। আশা করি আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো হবে। আমাদের দলের কম্বিনেশন অনেক ভালো। দলীয়ভাবে পারফর্ম করলে ভালো একটা ফল আমরা পাব।’প্রথম ম্যাচে দলের ঝুলিতে রান বেশি না থাকায় বোলারদের প্রায় কিছুই করার ছিল না। মাহেদির মতে বোর্ডের রান থাকলে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে চ্যালেঞ্জ করা সম্ভব।‘এই উইকেট রানটা খুব প্রয়োজন। যদি ২৬০-৭০ বা ২৮০ রান করি সেটা ডিফেন্ড করা সম্ভব এ। আমাদের যে বোলিং অ্যাটাক আছে সেটা দিয়ে আমরা পারব। সেক্ষেত্রে যারা ব্যাটসম্যান আছেন তাদের দায়িত্ব থাকবে একটা ভালো স্কোর দাঁড় করানো।’
প্রথম ম্যাচটা টাইগারবাহিনী ভুলে যেতে চাইলেও বিশেষ কারণে স্মরণীয় মাহেদির কাছে। জাতীয় দলের জার্সিতে তিন বছর আগে অভিষেক হলেও, ওয়ানডে খেলার সুযোগ পেলেন এই প্রথম। ওয়ানডে অভিষেকে জয় নিয়ে ফিরতে না পারার আফসোসটা থেকেই যাচ্ছে বাংলাদেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা এই বোলিং অলরাউন্ডারের।‘প্রতিটা খেলোয়াড়ের প্রথম ম্যাচটা স্মরণীয় হয়ে থাকে। এত বছর যাবৎ ক্রিকেট খেলছি। তারপর প্রথম ওডিআই ম্যাচটা অবশ্যই মনে থাকবে। ম্যাচটা জিততে পারলে আরও ভালো লাগত।’
এরই মধ্যে রোববার দ্বিতীয় ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। নতুন শহরে আসার পর প্রস্তুতির জন্য একদিন সময় পাবে টাইগার বাহিনী।মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে সোমবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুশীলন করবেন তামিম-মুশফিকরা। ক্রাইস্টচার্চে ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডের পর ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের শেষ ম্যাচ।