তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতেও জিম্বাবুয়েকে সুযোগ দেয়নি আফগানিস্তান। তৃতীয় ম্যাচে আফ্রিকান দলটিকে ৪৭ রানে হারিয়ে ৩-০ ব্যবধানের ক্লিন সুইপ আফগানদের। আফগানিস্তানের দেয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৩৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।টানা তিন ম্যাচ জিতে আসগর আফগান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে সফল অধিনায়ক। ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয়ের স্বাদ নিয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন মহেন্দ্র ধোনিকে।৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ৪১টিতে জিতেছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।আবু ধাবিতে শনিবার টানা দ্বিতীয়বারের মতো টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।অধিনায়ককে হতাশ করেননি ব্যাটসম্যানরা। রহমানুল্লাহ গুরবাজ ও উসমান ঘানি মিলে পাওয়ার প্লেতে রান রেট আটের কাছাকাছি রাখেন। ২১ বলে ১৮ রান করে আউট হন গুরবাজ।গুরবাজ আউট হওয়ার পর ঝড়ো গতিতে রান তোলা অব্যাহত রাখেন কারিম জানাত। তবে স্কোর বড় করতে পারেননি তিনিও। ১৪ বলে ২১ রান করে আউট হন তিনি।অন্যপ্রান্তে, ঘানির ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৯ রান।দলীয় রান ১০০ হওয়ার আগে অভিজ্ঞ মোহাম্মদ নাবি আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে সামাল দেন নাজিবুল্লাহ জাদরান।তার বিধ্বংসী ইনিংসেই দেড় শ ছাড়ায় আফগানদের সংগ্রহ। ৩৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫টি চার ও ৫টি ছক্কা হাঁকান জাদরান।নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।জবাবে সিরিজের কোনো ম্যাচ না জেতা জিম্বাবুয়ে উইকেট খোয়ায় ইনিংসের পঞ্চম বলে। এক রান করে ফাজাল হক ফারুকির বলে বোল্ড হন তিনাশে কামুনহুকামওয়ে। সেই ধাক্কা পুরো ইনিংসে সামলে উঠতে পারেনি তারা। ৫৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্লের বিগ হিটিংয়ে ব্যবধানই কমে পরাজয়ের। ইনিংসে শেষ বলে বার্ল ছক্কা হাঁকিয়ে হারের ব্যবধান ৪৭ রানে নামিয়ে আনেন।রাজা ২৯ বলে ৪১ আর বার্ল ৩১ বলে ৩৯ করে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে জানাত দুটি উইকেট নেন ৩৪ রানে।
পুরো সিরিজে ব্যাট ও বল হাতে অবদান রাখায় সিরিজ সেরা হন জানাত। আর অনবদ্য ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন নাজিবুল্লাহ।