বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাসকিনের ২৬০-২৭০ রানের আক্ষেপ

  •    
  • ২০ মার্চ, ২০২১ ১২:৩৫

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেইসার তাসকিন আহমেদের কণ্ঠে ঝড়ল ভালো সংগ্রহ গড়তে না পারার আক্ষেপ। তাসকিনের মতে, ২৬০-২৭০ রান হলেই গল্পটা হতে পারত অন্যরকম।

যেমন ব্যাটিং ধস, তেমন বোলিং ব্যর্থতা। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ভাগ্যে জুটেছে আট উইকেটের হার।

ডানেডিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে না পারায় মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে সেই লক্ষ্য তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের। আট উইকেট ও ১৭২ বল হাতে রেখে স্বাগতিক দল পেয়েছে অনায়াস জয়।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেইসার তাসকিন আহমেদের কণ্ঠে ঝড়ল ভালো সংগ্রহ গড়তে না পারার আক্ষেপ। তাসকিনের মতে, ২৬০-২৭০ রান হলেই গল্পটা হতে পারত অন্যরকম।

‘দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিংয়ের শুরুটা আমাদের ভালো হয়নি। যদি আমরা ২৬০-২৭০ রান করতাম, তাহলে গল্পটা অন্যরকম হতে পারত। আমরা ততটা ভালো ব্যাটিং করতে পারিনি। মাত্র ১৩২ রান নিয়ে কিছু করার থাকে না আসলে। রান ২৬০-২৭০ হলে, আমরা (বোলাররা) আক্রমণাত্মক হতে পারতাম’-বলেন তাসকিন।

এমন হারের পর বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। অবশ্য প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না জানিয়ে তাসকিন বলেন, ‘আমরা এখানে আসার পর কোয়ারেন্টিন শেষে ভালো প্রস্তুতি নিয়েছি। আমি আবারও বলছি, ২৬০-২৭০ হলে লড়াই করা যেত। ১৩০ বা এ ধরনের স্কোরে হারাটাই সহজ।’

প্রথম ম্যাচে বড় হার হজম করলেও সিরিজের পরের দুই ম্যাচ নিয়ে আশাবাদী জাতীয় দলের জার্সিতে ৩৪টি ওয়ানডে খেলা তাসকিন। বলেন, ‘আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি। এখনও দুটি ম্যাচ বাকি আছে। আমাদের জন্য সবসবয়ই (বিদেশের মাটিতে খেলা) খুব কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে, নিউজিল্যান্ডে। এখানে আমরা এখনও কোনো ম্যাচ জিতিনি। আশা করছি, সামনের ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারব।’

এ বিভাগের আরো খবর