নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে ১৩ ওয়ানডেতে জয়শূন্য। ডানেডিনে প্রথম ওয়ানডের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪তে।
প্রথম ওয়ানডেতে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।
জবাবে মার্টিন গাপটিলের ১৯ বলে ৩৮ রানের কল্যাণে ঝড়ো সূচনা হয় নিউজিল্যান্ডের। গাপটিল ফেরার পর তারা ধীরস্থির হয়েছেন বটে। কিন্তু তারপরও শেষ পর্যন্ত জয় পেয়েছেন আট উইকেট ও ১৭২ বল হাতে রেখেই।
এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল অবশ্য কোনো অজুহাত খুঁজতে গেলেন না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সোজাসাপ্টা উত্তর, নিজেদের বাজে শটেরই খেসারত দিতে হয়েছে দলকে।
‘আমার মনে হয় অনেক বেশি আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। কোনো সন্দেহ নেই তারা দারুণ বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় আমরা কিছু বাজে শট খেলেছি এবং আমরা কেবল নিজেদেরকেই দোষ দিতে পারি’, বলেন তিনি।
তামিম আরও বলেন, এই প্রথম নিউজিল্যান্ডে আসেনি বাংলাদেশ। কন্ডিশন অপরিচিতও নয়। প্রস্তুতি নিয়ে অভিযোগের জায়গা নেই।
‘আমরা কুইন্সটাউনে কয়েক দিন ছিলাম। আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। আমি আসলে সেগুলো নিয়ে অভিযোগ করতে পারি না। এই কন্ডিশন আমাদের জন্য নতুন কিছু নয়; আমরা প্রায়ই নিউজিল্যান্ডে আসি। এই কন্ডিশন আমাদের জন্য নতুন কিছু নয়’, বলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
আশার বাণীও শোনান দেশসেরা এই ওপেনার। বলেন, ভুলগুলো খুঁজে বের করে পরের ম্যাচে ভালো করতে চান তারা।
‘আমরা আশা করছি ভুলগুলো খুঁজে বের করার এবং সেগুলো পরের ম্যাচে না করার। আমরা আশা করছি আগামী ম্যাচে আমরা এর চেয়ে ভালো খেলব’, বলেন তামিম।
প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে হবে ক্রাইস্টচার্চে।