ডানেডিনে নিউজিল্যান্ডে ট্রেন্ট বোল্টের বোলিং তোপের সামনে টিকতেই পারল না বাংলাদেশ। বোল্টকে সহায়তা করলেন জিমি নিশাম, মিচেল স্যান্টনাররা। তাতে ৪২তম ওভারেই বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৩১ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। অন্যদিকে বোল্ট তুলে নেন চার উইকেট। সঙ্গে দুটি করে উইকেট পান নিশাম ও স্যান্টনার।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুকছিল বাংলাদেশ। নিজেদের পুরো ইনিংসে কোনো জুটি গড়তে পারেনি তারা। সর্বোচ্চ জুটি ছিল মাত্র ২৭ রানের, সেটিও আসে অষ্টম উইকেটে!
ম্যাচের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ডেলিভারিতে প্রায় আউট হয়েছিলেন তামিম। সেখানে বেঁচে গিয়ে তৃতীয় বলেই মারেন ছয়।
কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তামিম। পঞ্চম ওভারেই বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন তামিম।
সেই ওভারেই অদ্ভুত এক শট খেলে ফেরেন সৌম্য। বোল্টের খাটো লেংথের বলটা উড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু ৩০ গজও পার করতে পারেননি তিনি। কভারে থাকা অভিষিক্ত ডেভন কনওয়েকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ম্যাট হেনরির বলে পরের ওভারেই স্লিপে সুযোগ দিয়েছিলেন লিটন দাসও। কিন্তু স্লিপে সেই ক্যাচ ড্যারেল মিচেল না নিতে পারায় বেঁচে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
তবে মুশফিকুর রহিমের সঙ্গে ছোট একটি জুটি গড়লেও নিশামের বলে ১৯ রানে ফেরেন তিনি। নিশামের সামান্য লাফিয়ে ওঠা বলে টাইমিং ঠিক হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের, মিড অনে সহজ ক্যাচ দেন বোল্টকে।
এরপর ছোট আরেকটি জুটি গড়েছিলেন মুশফিক ও মোহাম্মদ মিঠুন। কিন্তু নিশামের বলে কাট করতে গিয়ে গালিতে মার্টিন গাপটিলকে ক্যাচ দিয়ে মুশফিক ফেরেন ২৩ রানে, ভাঙে ৪১ বলে ২৪ রানের জুটি।
এরপর অল্প সময়ের ব্যবধানেই মিঠুন ও মেহেদি হাসান মিরাজকে হারায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রেইট ড্রাইভ বোলার নিশামের হাতে লেগে আঘাত হানে স্টাম্পে, ক্রিজের বাইরে থাকায় দুর্ভাগ্যজনকভাবে মিঠুনকে ফিরতে হয় নয় রানে।
এরপর মিচেল স্যান্টনারের বলে ফ্লিক করতে গিয়ে মিস করেন মিরাজ, বল গিয়ে আঘাত করে লেগ স্টাম্পে। অন্য ‘মেহেদি’, মেহেদি হাসান অবশ্য নেমেই দ্বিতীয় বলে দারুণ এক শটে স্যান্টনারকে ছয় মেরে শুরু করেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের ক্যারিয়ার।
কিন্তু তিনিও টেকেননি বেশিক্ষণ। স্যান্টনারকে আবারও উড়িয়ে মারতে গিয়ে মিড অনে হেনরি নিকোলসের দুর্দান্ত ক্যাচে মেহেদিকে ফিরতে হয় ১৪ রানে, দলীয় সংগ্রহ তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সপ্তম উইকেট হারায় টাইগাররা।
অষ্টম উইকেট হিসেবে ফেরেন মাহমুদুল্লাহ। হেনরিকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট মিডউইকেটে স্যান্টনারের দারুণ ক্যাচ হয়ে ২৭ রানে ফেরেন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহর বিদায়ের পর আর মাত্র ছয় রান যোগ করতে পারে বাংলাদেশ। গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।