২০ মার্চ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্মদিন। ৩২তম জন্মদিনে এবার নেমেছিলেন নিয়মিত অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে নিজের প্রথম ওয়ানডেতে।
ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তামিমের শুরুটা ভালো হলো না। প্রথমে টস হারলেন, এরপর ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত ডেলিভারিতে উইকেট বাঁচালেন কোনোমতে।
তবে তৃতীয় বলে পয়েন্টের ওপর দিয়ে ছয় মেরে আবার আভাস দিয়েছিলেন দারুণ কিছুর। পরের ওভারে ফ্লিকে চার মেরে সে আভাসে দিয়েছিলেন আরেকটি আঁচড়।
কিন্তু তামিম ক্রিজে টিকলেন মাত্র ১৫ বল। ম্যাচের পঞ্চম ও বোল্টের তৃতীয় ওভারের প্রথম বলে ইনসুইঙ্গারটা বুঝলেন না তামিম, বল গিয়ে আঘাত করে তার প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দেন প্রায় সঙ্গে সঙ্গেই, ১৫ বলে ১৩ করে ফেরেন তামিম।
সেই ওভারেই অবশ্য সৌম্য সরকারকেও হারায় বাংলাদেশ। বোল্টের শর্ট বলটা উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন অভিষিক্ত ডেভন কনওয়েকে।
ম্যাট হেনরির বলে পরের ওভারেই স্লিপে সুযোগ দিয়েছিলেন লিটন দাসও। কিন্তু স্লিপে সেই ক্যাচ ড্যারেল মিচেল না নিতে পারায় বেঁচে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
সাত ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৭। ক্রিজে লিটনের সঙ্গে আছেন মুশফিকুর রহিম।