অবশেষ নির্ধারিত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ভেন্যু। লঙ্কা সফরে টাইগাররা দুটি টেস্ট ম্যাচই খেলবে পালেকেল্লেতে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) শুক্রবার বিকেলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভেন্যু।এপ্রিলে সিরিজের সূচিও চূড়ান্ত করেছে এসএলসি। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল ক্যান্ডির পালেকেল্লেতে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই দুই টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল গত বছরের জুলাইয়ে। তবে করোনা মহামারির কারণে স্থগিত হয় সিরিজ।দুই মাস পিছিয়ে সেপ্টেম্বরে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টিন নিয়ে দুই দলের মতানৈক্যে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেটি।১২ এপ্রিল বাংলাদেশ যাচ্ছে শ্রীলঙ্কায়। সেখানে কোয়ারেন্টিন শেষে ২১ এপ্রিল থেকে দুই দল মুখোমুখি হবে টেস্টের লড়াইয়ে।
সিরিজের আগে নিজেদের মধ্যে ওয়ার্ম ম্যাচ খেলবে টাইগার বাহিনী। দুই দিনের ম্যাচ শুরু হবে ১৭ এপ্রিল। আর সেটির ভেন্যু হচ্ছে কলম্বোর কাতুনায়েকেতে।শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যস্ত থাকবেন তিনি। বিসিবি তাকে সিরিজ থেকে ছুটি দিয়েছে।তবে, শ্রীলঙ্কার ফিরতি সফরে মে মাসে তিন ওয়ানডের জন্য দেশের মাটিতে পাওয়া যাবে সাকিবকে। সংবাদমাধ্যমকে এমনটা শুক্রবার নিশ্চিত করেন বিসিবি পরিচালক আকরাম খান।