মুস্তাফিজুর রহমান নিতান্তই চুপচাপ ধরণের মানুষ। সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকার, যতটুকু না বললেই নয়, ঠিক ততটুকুই বলেন।
মাঠেও থাকেন চুপচাপ। অধিনায়ক কিংবা সিনিয়ররা যা বলেন, তা শুনে নিয়ে চুপচাপ নিজের কাজটা করার চেষ্টা করেন তিনি।
তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চাওয়াটা এখন সামান্য ভিন্ন মুস্তাফিজের কাছে। তামিমের মতে, বাংলাদেশ দলে একজন পেইসার খেললে সেটি হবেন মুস্তাফিজ। মাঠে তাই মুস্তাফিজকে আরেকটু সরব চান বাংলাদেশ অধিনায়ক। চান, সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করুক 'দ্য ফিজ'।
‘মুস্তাফিজ একটু চুপচাপ থাকে। টিমে যত বেশি সরব হতে পারে, সবার সাথে বেশি বেশি কথা বলতে পারে, আমার মনে হয়না এর চাইতে ভালো আর কিছু হতে পারে। দলে ওর অবস্থানটা এখন এমন যে যদি একজন পেসার নিতে হয় তবে তাকেই নিতে হবে’, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন তামিম।
তামিম যোগ করেন, ‘ও যত তাড়াতাড়ি এ জিনিসগুলো করবে এটা আমাদের জন্য তত ভালো। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে, নিয়মিত জাতীয় দলে খেলছে। তার সামর্থ্যের মধ্যে যতটুক সম্ভব সে অন্য বোলারদের সাথে অভিজ্ঞতা শেয়ারের চেষ্টা করে।’
এক পেইসারের কথা বললেও নিউজিল্যান্ডে অবশ্য তিন পেইসার নিয়েই নামবে বাংলাদেশ।
‘আমরা অবশ্যই অন্তত তিনজন পেসার নিয়ে নামবো বলতে পারি। সঙ্গে অলরাউন্ডার থাকবে। আমি অধিনায়ক হিসেবে আমি অবশ্যই চাই পাঁচজন বোলার নিয়ে নামতে। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে আপনি যদি চারজন বোলার নিয়ে খেলেন অনেক সময় এটা কঠিন হতে পারে। এখানে মাঠগুলো একটু ছোট হয়, হাই স্কোরিং ম্যাচ হয়’, বলেন তামিম।
শনিবার ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাকি দুটি ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ।