বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উদীয়মান নাকি জাতীয় দল

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ১৪:০৯

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নামে উদীয়মান হলেও জাতীয় দলের খেলোয়াড়দের দিয়ে ভরা দল। স্কোয়াডে আছেন সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও রিতু মনিরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ মার্চ বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা নারী এমার্জিং (উদীয়মান) দল। সেই সিরিজের জন্য সূচি ও ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নামে উদীয়মান হলেও জাতীয় দলের খেলোয়াড়দের দিয়ে ভরা দল। স্কোয়াডে আছেন সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও রিতু মনিরা।

সাধারণত উদীয়মান দলে জায়গা হয় জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের বা যারা সুযোগ খুঁজছেন জাতীয় দলে ফেরার।

এমন অবস্থায় সাউথ আফ্রিকা সিরিজে উদীয়মান দলে কেন জাতীয় দলের এত খেলোয়াড়, বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে এমন প্রশ্নই রেখেছিল নিউজবাংলা।

প্রশ্নের জবাবে নাদেল বলেন, জুন-জুলাইয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবেই উদীয়মান দলে জাতীয় দলের এত ক্রিকেটার।

‘সামনে যে বিশ্বকাপ বাছাইপর্ব আছে, সেটির প্রস্তুতির জন্যই তাদেরকে এমার্জিং দলে রাখা। সাউথ আফ্রিকা নারী দলেও সাত জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন’, বলেন নাদেল।

সেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। তবে করোনা পরিস্থিতি আবারও অবনতির দিকে যাওয়ায় শঙ্কায় পড়ে গেছে সেটি।

নাদেল নিউজবাংলাকে বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনা চলছে। করোনা পরিস্থিতিতে বোঝা যাচ্ছে না কী হয়। যেহেতু কোভিডে আক্রান্তের হার আবার বাড়ছে।’

ত্রিদেশীয় সিরিজ হলে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ভারতের মধ্যে যেকোনো দুটি দল নিয়ে হবে বলেও জানান তিনি।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ মার্চ ঢাকায় পৌঁছে সেদিনই সিলেট চলে যাবে সাউথ আফ্রিকা এমার্জিং দল। সেখানে হোটেল রোজ ভিউয়ে পরের তিন দিন কোয়ারেন্টিনে থাকবে তারা। ২৮ মার্চ ও ৩১ মার্চ দুই দফায় করা হবে করোনা পরীক্ষা।

সেই পরীক্ষায় সবার নেগেটিভ ফল এলে অনুশীলনে নামতে পারবে সফরকারীরা। পাঁচটি ওয়ানডে হবে যথাক্রমে ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো খেলাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দেশে ফিরে যাওয়ার আগে ১২ এপ্রিল তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা হবে সাউথ আফ্রিকা দলের। ১৪ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে তারা।

বাংলাদেশ উদীয়মান স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, সুরায়া আজমিম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

এ বিভাগের আরো খবর