বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইলিয়ামসন-টেইলরের না থাকা সুবিধাজনক: ডমিঙ্গো

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ১৩:৩৬

কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন। বুধবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের চোটের খবর। বাম পায়ের পেশির চোটে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডর এ ব্যাটসম্যান।

ডানেডিনে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগে দুটি দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড।

আগেই জানা গিয়েছিল, কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন। বুধবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের চোটের খবর। বাম পায়ের পেশির চোটে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাই নিউজিল্যান্ড নামবে তাদের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে ছাড়াই।

এটিকে অবশ্য বড় সুযোগ মানছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ডানেডিনে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে সাউথ আফ্রিকান এই কোচ বলেন, অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান না থাকাটা বাংলাদেশের জন্য সুবিধাজনক।

তবে ডমিঙ্গো যোগ করেন, তাদের জায়গায় যারা খেলবে, তারা মুখিয়ে থাকবে ভালো করার জন্য।

বাংলাদেশের হেড কোচ বলেন, ‘এ রকম মানের দুজন ব্যাটসম্যানকে ছাড়া খেলাটা কঠিন। কিন্তু নিউজিল্যান্ডের কাছে দারুণ কিছু খেলোয়াড় আছে। কিন্তু তারা দুজন (টেইলর ও উইলিয়ামসন) না থাকাটা আমাদের জন্য সুবিধাজনক, বিশেষ করে প্রথম ম্যাচে।

‘কিন্তু আমরা জানি যে নতুন খেলোয়াড়রা সব সময়ই ভালো করতে মুখিয়ে থাকে দলে জায়গা পাকা করার জন্য। সুতরাং নতুন খেলোয়াড়রা সেটি করতে উদ্দীপ্ত থাকবে।’

ডমিঙ্গো যোগ করেন, বাংলাদেশ দলের তরুণ বোলাররা হয়তো টেইলর-উইলিয়ামসনদের বিপক্ষে খেলতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু তারা এখনও অনভিজ্ঞ, তাই দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যানের না থাকাকেই ভালো মনে করছেন তিনি।

‘তরুণ বোলারদের অনেকেই টিভিতে টেইলর বা উইলিয়ামসনের খেলা দেখেছে। আমার মনে হয় আমাদের বোলারদের কেউ কেউ হতাশ তাদের মোকাবেলা করতে না পেরে। কারণ করতে পারলে সেটি হতে তাদের জন্য দারুণ একটি চ্যালেঞ্জ’, বলেন ডমিঙ্গো।

‘তারা সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চায়। কিন্তু বোলারদের মধ্যে কয়েকজন এখনও অনভিজ্ঞ। সুতরাং এটি খারাপ নয় যে তারা দুজন প্রথম ওয়ানডে খেলছে না’, যোগ করেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে শনিবার ডানেডিনে। পরের দুটি ওয়ানডে হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চে।

এ বিভাগের আরো খবর