আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা গড়ে ১৯৮ রানের বড় সংগ্রহ। জবাবে নিজেদের ২০ ওভারে মাত্র ১৫০ রান তুলতে পারে জিম্বাবুয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও করিম জানাতের ওপেনিং জুটিতে ঝড়ো শুরু পায় আফগানরা। মাত্র আট ওভারেই তারা তুলে ফেলে ৮০। জানাত ২৬ রানে ফিরলেও অন্য প্রান্তে আক্রমণ ধরে রাখেন গুরবাজ।
অধিনায়ক আসগর আফগান যোগ দেন গুরবাজের সঙ্গে। তাদের ৭৪ রানের জুটি আসে মাত্র ৩৮ বলে। ছয় চার ও সাত ছয়ে গুরবাজ করেন ৪৫ বলে ৮৭।
ফিফটি তুলে নেন আসগরও। ছয় চার ও দুই ছয়ে ৩৮ বলে ৫৫ করে ফেরেন তিনি।
এই দুজনের জুটিতে ২০০ পেরোনোর পথে ছিল আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাদের ইনিংস শেষ হয় ১৯৮ রানে।
জবাবে শুরু থেকেই পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। কোনো বড় জুটি গড়তে পারেননি তারা। সর্বোচ্চ ৪৫ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে।
শেষ পর্যন্ত তাই আফগানিস্তানের সংগ্রহ থেকে ৪৮ রান দূরে ইনিংস শেষ করে জিম্বাবুএ। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস আসে ওপেনার তিনাশে কামুনহুকামওয়ের ব্যাট থেকে।
ম্যাচসেরা নির্বাচিত হন গুরবাজ। এই জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। একই ভেন্যুতে দুই দলের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।