বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইলিয়ামসনের পর এবার ছিটকে গেলেন টেইলর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মার্চ, ২০২১ ১২:০৭

বাঁ-পায়ের পেশির চোটের কারণে শনিবারের প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তবে, দলের সঙ্গেই থাকছেন তিনি। ক্যাম্পেই তার চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া চলবে।

এই মাসের শুরুতেই কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুই সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ড ক্যাম্পে আবারও পড়ল ইনজুরির থাবা। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রস টেইলর।বাঁ-পায়ের পেশির চোটে শনিবারের প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তবে, দলের সঙ্গেই থাকছেন তিনি। ক্যাম্পেই তার চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া চলবে।টেইলরের বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মার্ক চ্যাপম্যানকে। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড আশা করছেন শেষ দুই ওয়ানডের আগে সেরে উঠবেন টেইলর।‘সিরিজের একেবারে আগমুহূর্তে রসের সঙ্গে এমনটা হওয়া খুবই দুঃখজনক। ছোট একটা চিড় ধরেছে তার। আশা করছি বিশ্রাম ও পুনর্বাসনের পর তাকে আমরা ফিট হিসেবে পাব ও ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে।’টেইলরের জায়গায় ডাক পাওয়া চ্যাপম্যান ব্ল্যাকক্যাপদের হয়ে নিয়মিত টি-টোয়েন্টি খেললেও সবশেষ ওয়ানডে খেলেন গত বছর ফেব্রুয়ারিতে। তারপরও কোচের পূর্ণ আস্থা পাচ্ছেন তিনি।‘মার্কের জন্য ব্যাপারটা আনন্দের। সে টি-টোয়েন্টি দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। আমাদের বিশ্বাস সুযোগ পেলে তার কাজটা সে খুব ভালোভাবেই করতে পারবে।’নিউজিল্যান্ডের হয়ে রস টেইলর ২৩২ ওয়ানডে ম্যাচে ৮,৫৭৪ রান করেছেন ৪৮.৪৪ গড়ে। সেঞ্চুরি আছে ২১টি। চ্যাপম্যানের ওয়ানডে ক্যারিয়ার ছয় ম্যাচের। ছয় ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৬১ রান করেছেন ২৬ বছরের এই অলরাউন্ডার। ওয়ানডেতে এখনও বল করার সুযোগ হয়নি।নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে হবে ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে দ্বিতীয় ম্যাচ। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে শেষ ওয়ানডে।

এ বিভাগের আরো খবর