বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইরিশদের খালি হাতেই ফেরালো এমার্জিং দল

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ১৬:১২

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের ফিফটি, অধিনায়ক সাইফ হাসানের ৪৮ ও শামিম পাটোয়ারির ঝড়ো ২৮ রানের ইনিংসে ১৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে দশ বল বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় উলভস।

প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার। তারপর পাঁচ ওয়ানডের সিরিজে একটি পরিত্যক্ত, বাকি চারটিতে হার। সফরের শেষ ম্যাচ ছিল টি-টোয়েন্টি। সেটিতেও বাংলাদেশ এমার্জিং দলের কাছে হার জুটল আয়ারল্যান্ড উলভসের।

সফর শেষে শূন্য হাতেই তাই ফিরতে হল আইরিশদের। মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়েছে এমার্জিং দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের ফিফটি, অধিনায়ক সাইফ হাসানের ৪৮ ও শামিম পাটোয়ারির ঝড়ো ২৮ রানের ইনিংসে ১৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে দশ বল বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় উলভস।

প্রথম ওভারেই ওপেনার আনিসুল ইসলাম ইমনকে হারায় এমার্জিং দল। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে ফিরে যান ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় মাহমুদুল হাসান জয়।

ইয়াসির আলি রাব্বির সঙ্গে সাইফের ৪০ রানের জুটিতে বিপর্যয় এড়ায় লাল-সবুজরা। ম্যাচের মোড় ঘুরে যায় চতুর্থ উইকেটে সাইফ ও তৌহিদের জুটিতে। ৩১ বলে ৫২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি পায় বাংলাদেশ এমার্জিং।

সেই পালে হাওয়া দেন শামিম। তৌহিদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার আগে শামিম করেন ১১ বলে ২৮। ফিফটি পূর্ণ করার পর তৌহিদ ফেরেন ৫৮ রানে। শেষ পর্যন্ত ১৮৪ রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ এমার্জিং।

জবাবে সুমন খানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম ওভারে গ্যারেথ ডিলেনি সুমনের বলে ফেরার পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক হ্যারি টেক্টর ও স্টিফেন ডোহেনি ৪৫ রানের জুটি গড়েন। সেটিই হয়ে থাকে তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি।

এমার্জিং দলের হয়ে চারটি উইকেট শিকার করেন সুমন। দুটি করে উইকেট শিকার করেন আমিনুল ইসলাম বিপ্লব ও তানভির ইসলাম। একটি করে উইকেট পান শামিম ও সাইফ।

ব্যাট ও বল হাতে অবদান রাখায় ম্যাচ সেরা হন বাংলাদেশ এমার্জিং দলের অধিনায়ক সাইফ হাসান।

এ বিভাগের আরো খবর