বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজিল্যান্ডে ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ: মিরাজ

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ১৫:৩৬

মিরাজ জানান, বাংলাদেশ দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরির সঙ্গে আলাপ করেছেন কিছু ভ্যারিয়েশন নিয়ে। সেটি কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রস্তুতি ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। অর্জন করেন ক্যারিয়ার সেরা ফিগার। ২৫ রানে চার উইকেট।

পিতৃত্বকালীন ছুটিতে থাকা সাকিব আল হাসান নেই নিউজিল্যান্ড সফরে। মিরাজই তাই দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ। কুইন্সটাউনে কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগাররা। মঙ্গলবার সেখানকার জন ডেভিস ওভালে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে একটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।যদিও ছিলেন না মোসাদ্দেক হোসেন ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মোসাদ্দেক নেই হাঁটুর চোটে, অন্যদিকে তামিম একাদশ মাঠে নামলেও উরুর অস্বস্তির জন্য মাঠে নামেননি তামিম।

সেই ম্যাচে প্রথম ব্যাট করে তামিম একাদশ তোলে ২৩৩। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় নাজমুল একাদশ। নাজমুল একাদশের হয়ে ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মিরাজ।

ম্যাচের পর মিরাজ অবশ্য কথা বললেন তার বোলিং নিয়েই বেশি। জানালেন, নিউজিল্যান্ডে ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ।

‘এখানে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাকে ড্যানিয়েলও (ভেটোরি) বলেছে। এখানে ১-২ বল পর ভ্যারিয়েশন করা জরুরী। আস্তে জোরে মিলিয়ে ও লাইন লেংথ গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেংথ ও ভ্যারিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়ত উইকেট বের করতে না পারলেও রানটা আটকানো যাবে’, বলেন এই অলরাউন্ডার।

মিরাজ যোগ করেন, বাংলাদেশ দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরির সঙ্গে আলাপ করেছেন কিছু ভ্যারিয়েশন নিয়ে। সেটি কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রস্তুতি ম্যাচে। ২৩ বছর বয়সী এই স্পিনার বলেন, ‘ও আমাকে ২-১টা টিপস দিয়েছে কীভাবে করলে ভালো হবে। সেটা ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনও কোনো জয় নেই বাংলাদেশের। তবে মিরাজের মতে, বেশ লম্বা সময় অনুশীলন করেছেন তারা, যা তাদের দেবে আত্মবিশ্বাস।

‘এখানে অনেক দিন অনুশীলন করেছি। এখানে আজকে একটা ম্যাচ খেললাম। খুব ভালো লাগছে সবারই ও সবাই খুব উদ্যোমের সঙ্গে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে। প্র্যাকটিস ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে’, বলেন তিনি।

কুইন্সটাউন থেকে বাংলাদেশ আজই যাচ্ছে ডানেডিনে। সেখানেই ২০ মার্চ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে।

এ বিভাগের আরো খবর