নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানেই শেষ দিনে নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। সেখানে তামিম একাদশকে নয় উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ।
দুই দলে ভাগ হয়ে খেলেন বাংলাদেশ দলের ১৯ জন খেলোয়াড়। সঙ্গে ছিলেন পাঁচ নিউজিল্যান্ড খেলোয়াড়। এক দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, অন্য দলের নাজমুল হোসেন শান্ত। তামিম একাদশ মাঠে নামলেও উরুর অস্বস্তির জন্য মাঠে নামেননি তামিম। আর হাঁটুর চোটে ম্যাচে খেলেননি মোসাদ্দেক সৈকত।
প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ ও বেনজি কুলহানের অপরাজিত ৪৬ এর সাহায্যে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে তামিম একাদশ। শেখ মেহেদি হাসান ৩৮, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও সৌম্য সরকার ২৮ রান করেন।
নাজমুল একাদশের হয়ে চারটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। অন্য উইকেটটি নেন মোহাম্মদ সাইফুদ্দিন।
জবাবে নাজমুল একাদশের হয়ে ফিফটি তুলে নেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। তিন জনই ফিফটি করার পর অবসর নেন, লিটন করেন ৫৯, মুশফিকুর ৫৪ ও মিরাজ ৫০। অধিনায়ক নাজমুল ৪০ রান করে অবসর নেন।
সঙ্গে সাইফুদ্দিনের অপরাজিত ১৬ রানে নয় উইকেট হাতে রেখেই জয় পায় নাজমুল একাদশ। একমাত্র উইকেটটি শিকার করেন মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার কুইন্সটাউনের কন্ডিশনিং ক্যাম্পে শেষ দিন ছিল বাংলাদেশ দলের। এরপর তারা চলে যাবে ডানেডিনে। সেখানেই প্রথম ওয়ানডেতে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ২০ মার্চ।