বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দীর্ঘ সফর শাপেবর হতে পারে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মার্চ, ২০২১ ১৭:১৭

প্রথম ম্যাচের আগে দীর্ঘদিন নিউজিল্যান্ডে থাকা দলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি।

সিরিজ শুরুর প্রায় তিন সপ্তাহ আগে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ। আট দিনের প্রাথমিক কোয়ারেন্টিনের পর স্কোয়াড এখন প্রস্তুতিতে ব্যস্ত কুইন্সটাউনে। তিন ওয়ানডের পর তিন টি-টোয়েন্টির সিরিজ শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরবে টাইগার বাহিনী।প্রথম ম্যাচের আগে দীর্ঘদিন নিউজিল্যান্ডে থাকা দলকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি।‘এখানে বেশি দিন থাকাটা শাপেবর হয়েছে বলে আমার মনে হয়। এতে করে ম্যাচের আগে প্রস্তুতিটা আমরা স্বাভাবিক সময়ের চেয়ে ধীরে সুস্থে সারতে পেরেছি। কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেও কন্ডিশনিংয়ের কাজ আমরা ভালোই করেছি। কুইন্সটাউনে আসার পর পুরোদমে অনুশীলন করছি।’আধুনিক ক্রিকেটের অন্যতম শর্তই হচ্ছে সর্বোচ্চ ফিটনেস। ক্রিকেটারদের কঠোর ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে খাপ খাইয়ে রাখতে। তবে সংবাদমাধ্যমকে পাঠানো বিসিবির এক ভিডিও বার্তায় লি বলেন টাইগাররা এখন ফিটনেস নিয়ে কাজ করাটা উপভোগ করেন।‘শুরুতে ফিটনেস ট্রেনিংটা বেশ কঠিন লাগতে পারে। শুরুতে গায়ে ব্যথা ও অন্যান্য সমস্যা হয়। কিন্তু অভ্যস্ততার সঙ্গে বিষয়টি সবাই উপভোগ করা শুরু করেন। এই মুহুর্তে বাংলাদেশ স্কোয়াডের অধিকাংশ সদস্যই ফিটনেস ট্রেনিং উপভোগ করছেন ও নতুন পদ্ধতিগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন। নতুন পদ্ধতিতে ফিটনেস ট্রেনিং করালে তারা ঝরঝরেও থাকতে পারেন এবং নিজেদের মনোযোগ মাঠের চাপ থেকে দূরে সরিয়ে রাখতে পারেন।’শ্রীলঙ্কা জাতীয় দল ও সাসেক্স কাউন্টি ক্লাবের মতো দলের ফিটনেস ও স্ট্রেংথ নিয়ে কাজ করা লির মতে বাংলাদেশের বর্তমান দল খুবই পরিশ্রমী। মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটারদের উদ্যম দলকে পরিশ্রমে অনুপ্রাণিত করে, এমনটাই অভিমত তার।‘এই দলটি আমার দেখা অন্যতম পরিশ্রমী দল। এখানে সবাই খুবই পেশাদার। বিশেষ করে মুশফিকুর রহিমের মতো সদস্য রয়েছেন যারা নিজের ক্রিকেট পেশাদারভাবে নেন। তারা তরুণদের জন্য দারুণ উদাহরণ।’কুইন্সটাউনে মঙ্গলবার নিজেদের মধ্যে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে, সেই ম্যাচে খেলতে পারছেন না মোসাদ্দেক সৈকত। সোমবার অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কালকের ম্যাচে তাকে বিশ্রামে রাখা হচ্ছে।কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পের কালই শেষ দিন বাংলাদেশ দলের। প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিনে যাবে তারা। সেখানে ২০ মার্চ হবে প্রথম ওয়ানডে।

এ বিভাগের আরো খবর