বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুইনসটাউনে কাল অনুশীলন ম্যাচ টাইগারদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মার্চ, ২০২১ ১৫:০৩

প্রস্তুতি ঝালিয়ে নিতে কুইন্সটাউন ছাড়ার আগে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজ শুরু হতে বেশি সময় বাকি নেই। নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে কুইন্সটাউন ছাড়ার আগে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডের কুইনসটাউনে আছে টাইগাররা। মঙ্গলবার তারা যাবে প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে। তার আগে সোমবার দুই দলে ভাগ হয়ে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম-মুশফিক-মুস্তাফিজরা।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে দুই একাদশের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।কুইনস্টাউনের জন ডেভিস ওভালে দুই দলের সঙ্গে খেলবেন পাঁচ স্থানীয় ক্রিকেটার। ম্যাচের জন্য দুই দল বাছাই করে ফেলেছে ম্যানেজমেন্ট।তামিম একাদশ: তামিম ইকবাল, নাইম শেখ, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, স্থানীয় ক্রিকেটার ১ ও ৪।নাজমুল একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, স্থানীয় ক্রিকেটার ২, ৩ ও ৫।নিউজিল্যান্ডে পা রাখার পর থেকে ক্রাইস্টচার্চে ১৪ দিনের কঠোর আইসোলেশনের পর কুইন্সটাউনে এসে অনুশীলনের সুযোগ পায় টাইগারবাহিনী।ক্রাইস্টচার্চে প্রথম তিন দিন হোটেলে বন্দি থাকার পরের পাঁচ দিন প্রতিদিন আধঘণ্টা করে হাঁটাহাঁটির সুযোগ পান ক্রিকেটাররা। এরপর গ্রুপে ভাগ হয়ে করেন নেট সেশন।কিন্তু কুইন্সটাউনে পূর্ণ অনুশীলনের সুযোগ পায় স্কোয়াড। দলের সঙ্গে যোগ দেন স্পিন কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরি।কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পের কালই শেষ দিন বাংলাদেশ দলের। প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিনে যাবে তারা। সেখানে ২০ মার্চ হবে প্রথম ওয়ানডে।ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

এ বিভাগের আরো খবর