প্রথম টেস্ট হারার পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া ছিল আফগানিস্তান। সে জয় পেল আফগানরা।
আবুধাবিতে রশিদ খানের ১১ উইকেটে ভর করে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে ৫৪৫ রানে ইনিংস ঘোষণা করে আফগানরা। জবাবে ২৮৭ রানে গুটিয়ে ফলো অনে পড়েছিল জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসেও ইনিংস হারের পথেই ছিল তারা।
কিন্তু তৃতীয় দিনে শেষ বিকেলে অধিনায়ক শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর জুটিতে ইনিংস হার এড়িয়েছিল জিম্বাবুয়ে। উইলিয়ামস তুলে নেন শতক।
চতুর্থ দিনে সেই জুটি নিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ বাঁচানোর আশা দেখাচ্ছিলেন এই দুজন। উইলিয়ামসের পর সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তিরিপানোও।
কিন্তু বিধি বাম! রশিদের এক গুগলি বুঝতে পারলেন না তিনি, ফিরতে হয় ৯৫ রানে। এরপর ব্লেসিং মুজারাবানিকে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েছিলেন উইলিয়ামস।
শেষ পর্যন্ত বেশি দূর নিতে পারেননি দলকে। লিড তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পরই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। উইলিয়ামস অপরাজিত থাকেন ১৫১ রানে। ৩৬৫ রানে গুটিয়ে গিয়ে জিম্বাবুয়ের লিড দাঁড়ায় ১০৭ রান।
জবাবে প্রথম ওভারেই ওপেনার জাভেদ আহমাদিকে হারালেও ইব্রাহিম জাদরান ও রহমত শাহের ৮১ রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আফগানদের। শেষ বিকেলে সামান্য উত্তেজনা তৈরি হয় অল্প সময়ের ব্যবধানে ইব্রাহিম, শহিদুল্লাহ ও রহমত ফিরে গেলে।
শেষ পর্যন্ত আর উত্তেজনা দেখা যায়নি ম্যাচে, ঘটেনি কোনো অঘটন। ছয় উইকেট হাতে রেখেই জয় পায় আফগানিস্তান। এই জয়ে সিরিজ ১-১ সমতায় ফেরে।
ম্যাচসেরা নির্বাচিত হন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি তুলে নেয়া হাশমতুল্লাহ শাহিদি। দুই ম্যাচে দুই সেঞ্চুরি নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিম্বাবুয়ে অধিনায়ক উইলিয়ামস।