গত বছর ১৫ মার্চ শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কিন্তু করোনাভাইরাস প্রকোপে মাত্র এক রাউন্ড শেষেই লিগ বন্ধ করে দিতে হয়।
এক বছর পেরিয়ে গেছে সেই লিগ স্থগিতের। অবশেষে জানা গেল ডিপিএলের ভবিষ্যত। আগামী ৬ মে থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএল।
রোববার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) মিটিং শেষে চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সাধারণত ওয়ানডে ফরম্যাটে হয় ডিপিএল। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এবারের ডিপিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
‘আমরা ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটার উইন্ডো যেটা পাচ্ছি মে মাসের ৬ তারিখে। সেসময়ে আমরা লিগটা শুরু করতে পারব’, বলেন সিসিডিএম চেয়ারম্যান।
ডিপিএল আয়োজনের জন্য খুব অল্প সময় পাচ্ছে সিসিডিএম। তিন পর্বে হবে এবারের আসর। কাজী এনাম বলেন, ‘আমাদের হাতে খুব অল্প সময় আছে। দুইটা উইন্ডো তে ৬ দিন ও আপাতত ১৫ দিন পেয়েছি। হয়ত আরও তিন দিন যোগ করা যাবে। সেটা দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে। এত সময় কম সময় পাওয়া গিয়েছে! সকল ক্লাবের প্রতিনিধির সঙ্গে আমরা আলাপ করে একমত হতে পেরেছি যে লিগটাকে টি টোয়েন্টি ফরম্যাটে করতে হবে।’
২০২০ সালে শুরু হওয়া ডিপিএলে খেলা হয়েছিল একটি করে ম্যাচ। সেই ম্যাচগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান।
তিনি আরও জানান, খেলা হবে মিরপুর এবং বিকেএসপির দুটি মাঠে। প্রতিদিন হবে ছয়টি করে ম্যাচ।
খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে টিকা দেওয়া হবে ক্রিকেটারদের। কাজী ইনাম জানান, জাতীয় ক্রীড়া পরিষদের মধ্য দিয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে ক্রিকেটারদের টিকার জন্য।
‘টিকার জন্য ইতিমধ্যে একটা আবেদন করা ছিল এনএসসির মাধ্যমে। সেটারও একটা দিক নির্দেশনা পেয়ে গেছি। ক্লাবের থেকে নাম নিয়েছি। আশা করছি সবাই ভ্যাকসিন পেয়ে যাবে। আর বাকি যেসব স্বাস্থ্যবিধি দরকার তা আমরা নিব’, বলেন সিসিডিএম চেয়ারম্যান।