বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মার্চ, ২০২১ ২০:১৬

নিজের টুইটার অ্যাকাউন্টে সাবেক এই তারকা জানান জীবনে খুব অল্প কয়েকবার বাকরুদ্ধ হয়েছেন। কিন্তু নিজের নামে স্টেডিয়াম দেখার ব্যাপারটি তাকে সেটিই করেছে।

ক্যারিয়ারজুড়ে তুলেছেন গতির ঝড়। নাম জুটেছিল ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। কিংবদন্তি হিসেবে পরিচয় তো পেয়েছেনই, এবার শোয়েব আখতার পেলেন অনন্য এক স্বীকৃতি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত কেআরএল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম’।

এমন স্বীকৃতির পর শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে সাবেক এই তারকা জানান জীবনে খুব অল্প কয়েকবার বাকরুদ্ধ হয়েছেন কিন্তু নিজের নামে স্টেডিয়াম দেখার ব্যাপারটি তাকে সেটিই করেছে।

‘ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শোয়েব আখতার স্টেডিয়াম রাখায় আমি আপ্লুত এবং গর্বিত। আমি খুব সহজে বাকরুদ্ধ হই না। কিন্তু আজ আমি বাকরুদ্ধ। বছরের পর বছর ধরে সবার ভালোবাসা ও সম্মানের জন্য ধন্যবাদ জানানোর মত কোনো শব্দ আমার কাছে নেই,’ টুইটারে লেখেন শোয়েব।

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। উইকেট নিয়েছেন যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি।

এ বিভাগের আরো খবর