আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে হারের পথেই ছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলেছিল ৫৪৫ রান।
জবাবে প্রথম ইনিংসে ২৮৭ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। পড়েছিল ফলো-অনে।
ফলো-অনে পড়ে রশিদ খানের পাঁচ উইকেটে ইনিংস ব্যবধানে হারের দিকে এগোচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরির সঙ্গে ডোনাল্ড তিরিপানোর ফিফটিতে ইনিংস পরাজয় এড়িয়েছে দলটি। চতুর্থ দিন শেষ করেছে আট রানের লিড নিয়ে।
বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করলেও দ্রুতই ফেরেন ওপেনার প্রিন্স মাসভাউরে। কেভিন কাসুজা ও তারিসাই মুসাকান্দাকে ফেরান রশিদ।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফেরেন ওয়েসলি মাধেভেরে। সিকান্দার রাজার সঙ্গে উইলিয়ামস ৩৮ রানের একটি জুটি গড়লে সেটিও ভাঙেন রশিদ। এরপর পরপর দুই ওভারে ফেরান রায়ান বার্ল ও রেজিস চাকাভাকে।
১৪২ রানে সাত উইকেট হারিয়ে তখন নিশ্চিত ইনিংস পরাজয়ের জন্যই প্রস্তুত হচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু তাতে বাধ সাধেন উইলিয়ামস ও তিরিপানো। দুজনে মিলে গড়েন অপরাজিত ১২৪ রানের জুটি, যেখানে তিরিপানোর অবদান ৬৩ রান।
উইলিয়ামস তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ ও এই সিরিজে দ্বিতীয় শতক। দিনশেষে তিনি অপরাজিত থাকেন ১০৬ রানে। ফলে জিম্বাবুয়ে পায় আট রানের লিড।
দুই টেস্টের সিরিজের প্রথমটি জিতে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সিরিজে।