গত বছরের সেপ্টেম্বরে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোয়ারেন্টিন নিয়ে দুই দলের মতানৈক্যে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই সিরিজ।
তবে সেই সিরিজ না হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে এখনও জানানো হয়নি চূড়ান্ত দিন-তারিখ। না জানানোর কারণ আবারও সেই কোয়ারেন্টিন নিয়েই মতানৈক্য।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, বাংলাদেশ থাকতে চাচ্ছে কলম্বোতে। অন্যদিকে সেটি চাচ্ছে না শ্রীলঙ্কা। এসব মিলিয়েই দেরি হচ্ছে সফরের দিনক্ষণ ঘোষণা।
‘মোটামুটি নিশ্চিত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে ৩-৪ দিন পরই আমরা চলে যাব। ওরা আমাদের ভেন্যু এবং বাকি সব কিছু ফাইনাল করবে কিছুদিনের মধ্যে। যতটুকু আমরা জানি, একই ভেন্যুতে দুই টেস্ট হবে। একটা জিনিস, কোয়ারেন্টাইনের যে ব্যাপারটা আছে ওরা চাচ্ছে আমরা যেন কলম্বোর বাইরে থাকি। আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য। ভালো সুবিধা তাহলে পাওয়া যাবে। ২-৩ দিনের মধ্যে চূড়ান্ত হবে’, বলেন সাবেক এই অধিনায়ক।
আকরাম আরও জানান, দুটি টেস্টই গলে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আকরাম আরও জানান, শ্রীলঙ্কা সফরেও স্পিন কোচ হিসেবে যাচ্ছেন না ড্যানিয়েল ভেটরি। নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টিন নিয়মের জন্য জানুয়ারিতে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও আসতে পারেননি তিনি। আকরাম জানান, শ্রীলঙ্কা সফরেও প্রাধান্য পাবেন দেশীয় স্পিন কোচ।
‘করোনার সময়ে নিউজিল্যান্ড যাওয়া এবং আসা বিরাট একটা সিসটেমেটিক প্রবলেম আছে। সেটার জন্য আমরা আপাাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে পাব না। আমরা ভবিষ্যতে চিন্তা করব কি হয় না হয়। এর মধ্যে স্থানীয় কোচ আছেন, যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাব’, বলেন আকরাম।