রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আগের তিন ম্যাচেই ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ লেজেন্ডস। সেটি তারা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ম্যাচে। কিন্তু তাতে ভাগ্যে পরিবর্তন হলো না। চতুর্থ ম্যাচেও ভাগ্যে জুটল হার।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৬৯। জবাবে সাত বল ও পাঁচ উইকেট আগে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের রান এসেছে মূলত শুরুর চার ব্যাটসম্যান থেকে। নাজিমউদ্দিনের ঝড়ো ৩৩ এর সঙ্গে আরেক ওপেনার মেহরাব হোসেন অপি করেছেন ৪৪।
টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আফতাব আহমেদ করেন ২১ বলে ৩১। মোহাম্মদ শরীফের ১৩ বলে ২৬ রানের ইনিংসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ২২ অতিরিক্ত, সব মিলিয়ে ১৬৯ রানে পৌঁছায় বাংলাদেশ।
শুরুতে বেশ কিছুক্ষণ ম্যাচে ছিল বাংলাদেশ। উইলিয়াম পারকিন্স ও ডোয়েইন স্মিথকে পাওয়ার প্লের মধ্যে ফিরিয়ে ম্যাচ জেতার সুযোগও ছিল।
সব উল্টে যায় তৃতীয় উইকেটে কার্ক এডওয়ার্ডস ও রিডলি জ্যাকবসের জুটিতে। তাদের গড়া ৪৪ বলে ৭২ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দুজনই ফিরে যাওয়ার পর বাকি কাজটুকু করেন অধিনায়ক ব্রায়ান লারা। ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন তিনি।
সেই সঙ্গে শেষ হয় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের যাত্রা। চার ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।