প্রথম ইনিংসে ৫৪৫ রানের বিশাল সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। দলটির পাহাড়সম সংগ্রহের নিচে রীতিমত চাপা পড়েছে জিম্বাবুয়ে।
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৮৭ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়েছে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে আর কোনো উইকেট না হারিয়েই ২৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা। এখনও পিছিয়ে আছে ২৩৪ রানে।
বিনা উইকেটে ৫০ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজার জুটি দলকে এগিয়ে নেয় ৯১ রান পর্যন্ত।
রশিদ খানের বলে ৪১ রানে কাসুজা বিদায় নেওয়ার পর তারিসাই মুসাকান্দার সঙ্গে ৪১ রানের একটি জুটি গড়ার পর ৬৫ রানে ফিরে যান মাসভাউরে। অল্প সময়ের ব্যবধানে অধিনায়ক শন উইলিয়ামস ও ওয়েসলি মাধেভেরেকে হারিয়ে বিপদের শঙ্কা দেখে জিম্বাবুয়ে।
সিকান্দার রাজার সঙ্গে মিলে মুসাকান্দা ৪১ রানের একটি জুটি গড়লে রশিদ তাকে ফিরিয়ে ভাঙেন জুটি। আমির হামজার আঘাতে পরের ওভারে ফেরেন রায়ান বার্লও।
রেজিস চাকাভা ও রাজার ৫৩ রানের জুটিতে ফলো-অন এড়ানোর আশা দেখলেও সেটি আর হয়নি জিম্বাবুয়ের। চাকাভার বিদায়ের পর শেষের তিন ব্যাটসম্যানকে নিয়ে একাই লড়েন রাজা। তবে তিনি যখন ফিরছেন ৮৫ রানে, তখনও আফগানিস্তানের থেকে ২৫৮ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
আফগানিস্তানের সেরা বোলার ছিলেন রশিদ, তুলে নেন তিন উইকেট। বাঁহাতি স্পিনার আমির তুলে নেন তিনটি উইকেট। দুটি উইকেট শিকার করেন পেইসার সায়েদ শিরজাদ।
আফগানিস্তান ফলো অন করালে আবারও ব্যাটিংয়ে নামতে হয় জিম্বাবুয়েকে। তবে দুই ওপেনার মাসভাউরে ও কাসুজা মিলে খেলে ফেলেছেন ১৩ ওভার, উইকেট না হারিয়ে তুলেছেন ২৪ রান।
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।