মিরপুরে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এমার্জিং দল। চতুর্থ ম্যাচে আট উইকেটের সহজ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল।আগের দুই ম্যাচে চার উইকেট ও ছয় উইকেটে হারার পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া এই ম্যাচেও প্রথমে ব্যাট করে। টস হেরে মিরপুর শের-ই-বাংলায় ১৮২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।জবাবে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে আট উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। বড় কোনো জুটি গড়তে পারেননি তাদের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৭ রানের জুটি আসে অষ্টম উইকেটে, যেটি গড়েন রুহান প্রিটোরিয়াস ও গ্রায়েম হিউম।
সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন প্রিটোরিয়াস।স্বাগতিকদের সেরা বোলার ছিলেন সুমন খান। ৩১ রানে চার উইকেট তুলে নেন এই পেইসার। দুটি করে উইকেট পান অধিনায়ক সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসান।১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পিটার চেজের করা চতুর্থ ওভারের প্রথম বলে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম, শেষ বলে ইয়াসির আলি রাব্বি।এরপর আয়ারল্যান্ড আর উদযাপনের লক্ষ্য পায়নি। জয় ও তৌহিদ মিলে গড়েন ১৭৬ রানের জুটি, যা বাংলাদেশকে পাইয়ে দেয় সহজ জয়।জয় অপরাজিত থাকেন ৮০ রানে। তৌহিদের ব্যাট থেকে আসে ৮৮। ৫১ বল ও আট উইকেট অক্ষত রেখেই জয় তুলে নেয় স্বাগতিক দল।
এতে করে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ এমার্জিং।মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে হবে রোববার। এরপর একই ভেন্যুতে দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।