বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপরাজিত চ্যাম্পিয়ন সালমা-জাহানারারা

  •    
  • ১২ মার্চ, ২০২১ ১৫:৪৫

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে বাংলাদেশ সবুজ দলকে আট উইকেটে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ নীল দল।

বাংলাদেশ গেমসের লিগ পর্বের দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছিল সালমা খাতুন-জাহানারা আলমদের বাংলাদেশ নীল দল। ফাইনালে জয় প্রত্যাশিত ছিল তাদেরই, সেটিই হলো।

গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে বাংলাদেশ সবুজ দলকে আট উইকেটে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশ নীল দল।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে জাহানারা ও মুমতাহেনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সবুজ দল। ৩৬ ওভার খেললেও রান করতে তারা হিমশিম খেয়েছে পুরো ইনিংসেই। এতক্ষণ ব্যাট করেও তাই স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ৭২ রান।

তিনজন ব্যাটসম্যান পৌঁছুতে পারেন দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ ৩৯ বলে ১৮ রান আসে রিতু মণির ব্যাট থেকে। রুমানা আহমেদ ও সানজিদা করেন যথাক্রমে ১৪ ও ১২।

নীল দলের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন জাহানারা ও মুমতাহেনা। সালমা দুটি ও রাবেয়া তুলে নেন একটি উইকেট।

৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র নয় রানেই ফিরে যান নীল দলের ওপেনার মুর্শিদা খাতুন। শামীমা সুলতানা ও ফারজানা হকের জুটি অবশ্য নিশ্চিত করে, ব্যাটিং বিপর্যয় হয়নি নীল দলের।

রুমানার বলে শামীমা ৩০ রানে ফিরলেও, ইসমা তানজিমকে নিয়ে অপরাজিত থেকেই দলকে ম্যাচ জিতিয়ে ফেরেন ফারজানা। তিনি অপরাজিত থাকেন ২৮ রানে। প্রায় ৩৮ ওভার হাতে রেখেই আট উইকেটের জয় পায় নীল দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ সবুজ দল: ৭২/১০, ৩৬ ওভার; (রিতু ১৮, রুমানা ১৪, জাহানারা ৩/১৫, মুমতাহেনা ৩/১৫)

বাংলাদেশ নীল দল: ৭৪/২ ১৮.২ ওভার; (শামীমা ৩১, ফারজানা ২৮*, রুমানা ১/৮)

এ বিভাগের আরো খবর