বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহিদির প্রথম ডাবলে আফগানিস্তান ৫৪৫

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মার্চ, ২০২১ ২০:৩০

আফগানিস্তানের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন শাহিদি। তার ২০০ হওয়া মাত্রই ৫৪৫ রানে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।

আবুধাবিতে হাশমাতুল্লাহ শাহিদির অপরাজিত দ্বিশতক এবং আসগর আফগানের শতকে ভর করে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৪৫ রান করেছে আফগানিস্তান।

জবাবে দ্বিতীয় দিন শেষে ভালো শুরুও পেয়েছে জিম্বাবুয়ে। ৫০ রান তুলে কোনো উইকেট হারায়নি তারা।

তিন উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আফগানিস্তান। আসগর ১০৬ ও শাহিদি ছিলেন ৮৬ রানে অপরাজিত।

দুজনে মিলে গড়েন ম্যারাথন জুটি। সিকান্দার রাজার বলে যখন ১৬৪ রানে ফেরেন আসগর, ততক্ষণে তাদের জুটির সংগ্রহ দাঁড়ায় ৩০৭।

আসগর না পারলেও আফগানিস্তানের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি শাহিদি। তার ২০০ হওয়া মাত্রই ৫৪৫ রানে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। অন্য প্রান্তে ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন নাসির জামাল।

জবাবে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেন প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করলেও আফগানিস্তান থেকে ৪৯৫ রানে পিছিয়ে রয়েছে শেন উইলিয়ামসের দল।

সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

এ বিভাগের আরো খবর