ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে স্পিন কোচ ড্যানিয়েল ভেটরিকে পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টিন নিয়মের জন্য বাংলাদেশে আসতে পারেননি তিনি।
তবে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক এ বাঁহাতি স্পিনার। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ দল বর্তমানে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে কুইন্সটাউনে। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ভেটরি।
দায়িত্ব পাওয়ার পর মাশরাফি মোর্ত্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে পেয়েছিলেন ভেটরি। তবে তামিম ইকবাল অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর তার সঙ্গে কাজ করা হয়নি সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়কের।
নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই প্রথম বিদেশ সফর তামিমের। ভেটরির মতে, তামিমকে এই সফরে অধিনায়ক হিসেবে পেয়ে ভাগ্যবান বাংলাদেশ।
‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে পেয়ে। সে খুবই খোলা মনের মানুষ এবং সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে আগে কী কাজ করেনি এবং সে খুবই ইতিবাচক কোন ব্যাপারগুলো কাজ করবে সেই বিষয়ে। একই সঙ্গে আমার মনে হয় এটি আমাদের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা’, বলেন ভেটরি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওবার্তায় দেখা যায়, অনুশীলনে দলের তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও নাসুম আহমেদের সঙ্গে কাজ করছেন সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক।
পরবর্তী সময়ে ভেটরি বলেন, তার মতে, নিউজিল্যান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্পিনাররা। সম্প্রতি অনুষ্ঠিত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনাররা।
‘আমার মনে হয় (এই সিরিজে) স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিচেল স্যান্টনার, ইশ সোধি অস্ট্রেলিয়া সিরিজে সফল ছিল। এমনকি অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্পিন সাদা বলের ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ; বিশেষত মিরাজ, তার অভিজ্ঞতা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের বিচারে দলকে অনেক কিছু দিতে পারবে। সঙ্গে মেহেদি ও নাসুম আছে’, বলেন বাংলাদেশ দলের স্পিন কোচ।
কুইন্সটাউনে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ১৬ মার্চ ডানেডিনে যাবে বাংলাদেশ। সেখানেই প্রথম ওয়ানডে হবে ২০ মার্চ।