বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তরুণ নেতৃত্বে দক্ষিণ এশিয়ার সেরা দশে মাশরাফি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মার্চ, ২০২১ ১২:৩৮

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে মাশরাফি কাজ করছেন করোনাভাইরাস থেকে সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন নিয়ে।

প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ বছরের কম বয়সী তরুণ নেতৃত্ব নিয়ে নতুন শ্রেণি ঘোষণা করে ‘দ্য ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স’।

বরাবরের মতো ২০২১ সালেও তারা নতুন শ্রেণি ঘোষণা করেছে। সেই শ্রেণিতে সব মিলিয়ে আছেন ১১২ জন। তার মধ্যে দক্ষিণ এশিয়ার ১০ জন।

সেই ১০ জনের একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তো ছিলেনই, বর্তমানে মাশরাফির বড় পরিচয় তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য। নিজের সেই অবস্থান কাজে লাগিয়ে মাশরাফি কাজ করছেন করোনাভাইরাস থেকে সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন নিয়ে।

‘দ্য ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স’ মাশরাফিকে নিয়ে লিখেছে, ‘ক্রিকেটের বাইরেও মাশরাফি নড়াইলের মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে বড় ভূমিকা পালন করছেন। তিনি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন চালু করেন, যা ছয়টি লক্ষ্য পূরণ করতে চায়; নাগরিকদের আধুনিক সুযোগসুবিধা দেয়া ও একটি বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, একটি নৈতিক ও মানবিক শিক্ষাব্যবস্থা, চাকরির সুযোগ তৈরি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো, খেলাধুলার ট্রেনিং, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র গড়া এবং নড়াইলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও পরিবেশবান্ধব শহরে পরিণত করা।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ২০১৭ সালে চালু করেন মাশরাফি। সম্প্রতি সংগঠনটির কাজ নিয়ে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘আমি তৃণমূলে খেলার একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি। আশা করি, এটা সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়বে। সবাই তো খেলোয়াড় হবে না, তবে যে স্পোর্টিং মনোভাব তৈরি হবে, তা মাদক থেকে দূরে রাখবে।

‘মাদকের যে প্রবণতা বেড়েছে, সেখান থেকে যদি আপনি ১০টা ছেলেকেও বের করে আনতে পারেন, ওটাই অ্যাচিভমেন্ট। এ রকম সব জায়গায় যদি অল্প অল্প করে শুরু হয়, তাহলে আমি মনে করি, একটা বৃহৎ ইমপ্যাক্ট পড়বে।’

এ বিভাগের আরো খবর