প্রথম দুই ম্যাচে জুটেছিল ভারত ও ইংল্যান্ডের কাছে হার। তৃতীয় ম্যাচে এসেও বদলালো না কিছুই। শ্রীলঙ্কা লেজেন্ডসের কাছে ৪২ রানে হেরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচই হারল বাংলাদেশ লেজেন্ডস।
উপুল থারাঙ্গার অপরাজিত ৯৯ রানে ভর করে ১৮০ রানের বড় সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে নাজিমউদ্দিন ফিফটি পেলেও, শেষ পর্যন্ত বাংলাদেশ করতে পারে ১৩৮।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে তিলকারত্নে দিলশানের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু হয় শ্রীলঙ্কার। তবে অন্য প্রান্তে নিষ্প্রভ ছিলেন সনাথ জয়সুরিয়া। ১১ বলে চার করে ফিরে যান আহত অবসরে। ব্যক্তিগত ৩৩ রানে দিলশান ফেরার পর বাকিটা কেবলই থারাঙ্গার।
৪৭ বলে ৯৯ করে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পেতে পারতেন সেঞ্চুরিও, কিন্তু দুই রান নিতে গিয়ে শেষ বলে নুয়ান কুলাসেকারা রান আউট হলে ভাগ্যে জোটে মাত্র এক রান। তাতে ৯৯ রানে অপরাজিত থেকেই ফিরতে হয় থারাঙ্গাকে।
বাংলাদেশ লেজেন্ডসের হয়ে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ।
জবাবে নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপির ব্যাটে চড়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ লেজেন্ডস। সাত ওভারেই তারা তুলে নেন ৫৭।
কিন্তু প্রথমে অপি ও এরপর ফিফটি তুলে নেওয়ার পর নাজিমউদ্দিন ফিরে গেলে মন্থর হয়ে পড়ে রানের চাকা, বাড়তে থাকে আস্কিং রেট। সেটিকে আর নামিয়ে আনা সম্ভব হয়নি।
শেষদিকে খালেদ মাসুদের ২২ বলে ২৮ রানের ইনিংস তাই ব্যবধানই কমিয়েছে শুধু। বাংলাদেশ তাই ইনিংস শেষ করে ১৩৮ রানে।