বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোটের কারণে বাংলাদেশ সিরিজে নেই উইলিয়ামসন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ মার্চ, ২০২১ ১০:৪৩

বাঁ-হাতের কনুইয়ে চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। দলের অধিনায়ক ও সেরা ব্যাটসম্যানের চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্বাগতিক টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড দল। বাঁ-হাতের কনুইয়ে চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। দলের অধিনায়ক ও সেরা ব্যাটসম্যানের চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্বাগতিক টিম ম্যানেজমেন্ট।কনুইয়ের টেন্ডনে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে উইলিয়ামসনের। গ্রীষ্মের প্রায় পুরোটাজুড়েই এই চোট নিয়ে খেললেও এখন আর তাকে ঝুঁকিতে রাখতে চাইছে না ব্ল্যাকক্যাপস। অবস্থার উন্নতি করতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের চিকিৎসা ব্যবস্থাপক ডেইল শ্যাকেল।‘কেইন গ্রীষ্মজুড়েই তার এই চোট সামলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটির উন্নতি হচ্ছে না। সে তিন ফরম্যাটেই প্রচুর ম্যাচ খেলে ও ট্রেনিং করে। যে কারণে এটা (চোট) ঠিক হতে সময় নিচ্ছে। আমাদের বিশ্বাস চোট সারাতে এখন তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার।’দলের সবচেয়ে বড় তারকাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না বলে জানান নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড। সামনে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া ছাড়া কোনো উপায় ছিল না বলে মনে করেন তিনি।‘কেইন দেশের জন্য খেলতে ভালোবাসে। এটা তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য তার সামনে কনুই খুব গুরুত্বপূর্ণ। চোটটার যেহেতু কোনো ধরনের উন্নতি হচ্ছিল না, তাই আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হতো।’বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পর, তিনটি টি-টোয়েন্টিও খেলবে নিউজিল্যান্ড। এরপর জুনে তারা যাবে দুই টেস্টের সফরে ইংল্যান্ডে। ওই মাসের ১৮ তারিখ থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।বাংলাদেশের বিপক্ষে দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা এখনও ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক বছরগুলোতে উইলিয়ামসনের অনুপস্থিতিতে টিম সাউদি ও মার্টিন গাপটিল দলকে নেতৃত্ব দিয়েছেন।

এ বিভাগের আরো খবর