৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিনই বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এক সুখবর দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক মিডিয়া বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভবিষ্যতে নারী বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াবে তারা।
২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলেও, ২০১৭ সালের নারী বিশ্বকাপে সুযোগ হয়নি বাংলাদেশের। কারণ, সেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ছিল আটটি।
২০২৫ সালের বিশ্বকাপেও থাকবে আট দল। তবে তার পরের আসর, যেটি হবে ২০২৯ সালে, সেখানে খেলবে দশ দল। যা হলে সেখানে প্রথমবারের মত সুযোগ পেতে পারে বাংলাদেশ।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে দশ দল। সেটিতে সমস্যা হওয়ার কথা না বাংলাদেশের। ২০২০ সালের ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ১২ দল।
নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ২০২৭ সালে। সেখানে অবশ্য আপাতদৃষ্টিতে খেলার সম্ভাবনা কম বাংলাদেশের। কারণ সেখানে খেলবে ছয় দল। উন্নতি করতে পারলে সেখানেও সুযোগ হতে পারে বাংলাদেশের।