ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম আসর শুরু হচ্ছে ৯ এপ্রিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার দুপুরে টুর্নামেন্ট শুরু ও শেষ তারিখ এবং ভেন্যুর নাম প্রকাশ করেছেন।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ৯ এপ্রিল শুরু হয়ে শেষ হচ্ছে ৩০ মে। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রিয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।বাকি ম্যাচগুলোর সূচি দ্রুতই জানাবে দেশটির বোর্ড। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেইসার মুস্তাফিজুর রহমান থাকছেন এবারের আসরে। বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন কলকাতা নাইটরাইডার্সে আর দ্য ফিজকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে।
কোভিড মহামারির মধ্যে টুর্নামেন্টের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হলেও, বিসিসিআই জানায় ভারতের ছয়টি শহরে আয়োজন করা হচ্ছে এবারের টুর্নামেন্ট। শহরগুলো হচ্ছে চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি ও আহমেদাবাদ।৫৬টি রাউন্ড রবিন ম্যাচের মধ্যে দিল্লি ও আহমেদাবাদে হবে টুর্নামেন্টের ৮টি করে ম্যাচ। বাকি চার শহরে ম্যাচ হবে ১০টি করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্লে-অফ ও ফাইনালের ম্যাচগুলো।বিসিসিআই এর সম্পাদক জয় শাহ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘টুর্নামেন্টের সূচি এমন ভাবে করা হয়েছে যেন লিগ পর্যায়ে দলগুলোকে মাত্র তিনবার ভ্রমণ করতে হয়।’এই বছর আইপিএলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে বিসিসিআই ও আইসিসি। এখানকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার সাফল্যের উপর নির্ভর করবে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের ব্যবস্থা কেমন থাকবে।করোনা মহামারির কারণে গত বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে হয় আইপিএল।