পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাত উইকেটের সহজ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তাসমান প্রতিবেশিদের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় তাদের। অস্ট্রেলিয়ার করা আট উইকেটে ১৪২ রানের সংগ্রহকে ২৭ বল আগেই টপকে যায় স্বাগতিক দল।টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে জশ ফিলিপেকে হারায় অস্ট্রেলিয়া। তবে, তার অভাব বুঝতে দেননি অ্যারন ফিঞ্চ ও ম্যাথিউ ওয়েড।দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন দুই ব্যাটসম্যান। দশম ওভারের শেষ বলে ৩৬ রান করে ফিঞ্চ আউট হন। ততক্ষণে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে অজিরা। ১০ ওভার শেষে তার সংগ্রহ ছিল দুই উইকেটে ৭৪।একে কাজে লাগাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ান মিডল অর্ডার। ব্যাট হাতে রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও অ্যাস্টন এইগাররা। নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধিকে সামলাতে পারেনি সফরকারীদের ব্যাটিং লাইনআপ।ফিঞ্চ ও ওয়েড আউট হওয়ার পর বড় রান করতে পারেননি কেউই। সোধির বলে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন ওয়েড। মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে আসে ২৬।সোধি ২৪ রানে তিন উইকেট নেন। টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন। নির্ধারিত ওভারে ১৪২ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।জবাবে ডেভন কনওয়ে ও মার্টন গাপটিল উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে। উদ্বোধনী জুটিতে ১০২ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন দুই ব্ল্যাকক্যাপ ওপেনার।কনওয়ে আউট হন ২৮ বলে ৩৬ রান করে। অভিজ্ঞ গাপটিল ছিলেন আরও মারমুখী। ৪৬ বলে ৭১ রান করেন চারটি ছক্কা ও সাতটি চারে।কনওয়ের পর তাকে যোগ্য সাহায্য করেন গ্লেন ফিলিপস। ১৬ বলে দুই ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি।২৭ বল ও সাত উইকেট অক্ষত রেখে সহজ জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। ম্যাচ সেরা হন গাপটিল। পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইশ সোধি।
গাপটিলের ব্যাটে সিরিজ নিউজিল্যান্ডের
অস্ট্রেলিয়ার করা আট উইকেটে ১৪২ রানের সংগ্রহকে ২৭ বল আগে তিন উইকেটে টপকে যায় স্বাগতিক দল।
-
ট্যাগ:
- নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
এ বিভাগের আরো খবর/p>