বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃষ্ণার বোলিং তোপে সালমাদের বড় জয়

  •    
  • ৬ মার্চ, ২০২১ ১৭:৫৯

বাঁহাতি পেইসার ফারহানা ইসলাম তৃষ্ণার ছয় উইকেটের কল্যাণে লাল দলকে মাত্র ৬৩ রানে গুটিয়ে দেয়ার পর ১০ উইকেটের জয় পায় লাল দল।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে সালমা খাতুনের বাংলাদেশ নীল দল।

বাঁহাতি পেইসার ফারহানা ইসলাম তৃষ্ণার ছয় উইকেটের কল্যাণে লাল দলকে মাত্র ৬৩ রানে গুটিয়ে দেয়ার পর ১০ উইকেটের জয় পায় লাল দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তৃষ্ণার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লাল দল। মাত্র ১৪ রান ছয় উইকেট তুলে নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই বাঁহাতি পেইসার। লাল দল গুটিয়ে যায় মাত্র ৬৩ রানে। তাদের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত আছিয়া অর্থি।

বাকি চার উইকেটের মধ্যে দুটি উইকেট পান সালমা। একটি করে উইকেট পান জাহানারা আলম ও সোবহানা মোস্তারি।

জবাবে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানার ব্যাটে ভর করে ৩৪.১ ওভার হাতে রেখেই বিনা উইকেটে জয়ের বন্দরে ভেড়ে লাল দল। শামীমা ও মুর্শিদা যথাক্রমে ৩১ ও ২৫ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ লাল দল: ৬৩/১০ (ওভার ২৮.১) (অর্থি ২১, ঝিলিক ১০, তৃষ্ণা ৬/১৪, সালমা ২/১৪, সোবহানা ১/৮)

বাংলাদেশ নীল দল: ৬৪/০ (ওভার ১৫.৫) (শামীমা ৩১*, মুর্শিদা ২৫*)

এ বিভাগের আরো খবর