স্পিনারদের কল্যাণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬ রানে হারায় সফরকারী দল। লঙ্কানদের দেয়া ১৬১ রানের টার্গেটে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানদের। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসাংকা দারুণ শুরু এনে দেন দলকে। ১০ ওভারে নয়ের বেশি রেটে রান তোলেন দুইজন।একাদশ ওভারে দুইজনকেই তুলে নেয় উইন্ডিজ। ২৩ বলে ৩৭ রান করে রানআউট হন নিসাংকা। দুই বল পর ড্যারেন ব্রাভো আউট করেন ৪২ বলে ৫৬ রান করা গুনাথিলাকাকে।জোড়া আঘাতের পর ম্যাচে ফেরে উইন্ডিজ। লঙ্কান ব্যাটসম্যানদের আর চড়াও হতে দেননি তাদের বোলাররা। শেষ দিকে আসেন বান্দারা ও ওয়ানিন্দু হাসারাঙার ব্যাটে দেড় শ ছাড়ায় শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬০/৬।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান স্পিনারদের তোপের মুখে পড়ে উইন্ডিজ। আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান ও হাসারাঙা মিলে নিয়মিত উইকেট তুলে নিতে ম্যাচ থেকে ছিটকে দেন স্বাগতিক দলকে।প্রথম ১০ ওভারেই চার উইকেট হারায় উইন্ডিজ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। সর্বোচ্চ ২৩ রান আসে ওবেদ ম্যাকয়ের ব্যাট থেকে। লেন্ডল সিমন্স করেন ২১।লঙ্কান স্পিনাররা তুলে নেন আট উইকেট। সেরা বোলার ছিলেন সান্দাকান। ১০ রানে তিন উইকেট নেন তিনি। হাসারাঙাও তিন উইকেট পান। তবে তিনি খরচ করেন ১৭ রান। দনঞ্জয়া পান ১৩ রানে এক উইকেট।ব্যাটের পর বল হাতে অবদান রাখার জন্য ম্যাচ সেরা হন হাসারাঙা। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচ ৮ মার্চ সোমবার।
লঙ্কান স্পিনারদের কাছে ধরাশায়ী উইন্ডিজ
দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬ রানে হারায় সফরকারী দল। লঙ্কানদের দেয়া ১৬১ রানের টার্গেটে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
-
ট্যাগ:
- ওয়েস্ট ইন্ডিজ
এ বিভাগের আরো খবর/p>