আহমেদাবাদে প্রথম দিনে ইংল্যান্ডকে ২০৫ রানে গুটিয়ে দেয়ার পর নিজেদের ইনিংসের শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত।
দ্বিতীয় দিনেও অবস্থার তেমন উন্নতি হয়নি, ৮০ রান তুলতেই হারাতে হয়েছে ৪ উইকেট। কিন্তু তারপরও ভারত যে চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে বসে শেষ করেছে, তার কৃতিত্ব রিশাভ পান্ট ও ওয়াশিংটন সুন্দারের।
প্রথম জন তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় জন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তাতে ভারত দিন শেষ করেছে সাত উইকেটে ২৯৪ রানে। পেয়েছে ৮৯ রানের লিড। ১০১ রানে পান্ট ফিরলেও দিনশেষে ৬০ রানে অপরাজিত সুন্দার।
দিনের প্রথম উইকেট হিসেবে ফেরেন চেতেশ্বর পুজারা। জ্যাক লিচের বলে লেগ বিফোর হয়ে তিনি ফেরেন ১৭ রানে।
ভারত অধিনায়ক ভিরাট কোহলিকে ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি বেন স্টোকস। শূন্য রানে তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান এই অলরাউন্ডার। জেমস অ্যান্ডারসন আজিঙ্কা রাহানেকে ফেরানোর পর, রোহিত শর্মাকে ফিফটি থেকে মাত্র এক রান দূরে ফেরান স্টোকস।
লিচের বলে রভিচন্দ্রন আশউইন ফেরার পর সুন্দারকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন পান্ট। নতুন বলে অ্যান্ডারসনকে রিভার্স সুইপে চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছান তিনি। ৯৪ রানে লিচকে ছয় মেরে তুলে নেন নিজের সেঞ্চুরি।
সেঞ্চুরির পরপরই ইংলিশ অধিনায়ক রুটকে ক্যাচ দিয়ে ফেরেন পান্ট। দিন শেষ করে আসেন সুন্দার। নিশ্চিত করেন দলের ৮৯ রানের লিড।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই টেস্ট জিতলেই তারা পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।