চট্টগ্রামে শুরু হওয়া আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ এমার্জিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। উলভসের পেইসার রুহান প্রিটোরিয়াসের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসলে তাকে তাৎক্ষণিক আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। স্থগিত করা হয় ম্যাচ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের ৩০ ওভার শেষে এই ঘটনা ঘটে। ততক্ষণে চার ওভার বল করে ফেলেছেন প্রিটোরিয়াস। ১৪ রান দিয়ে ইয়াসির আলির উইকেটও নেন এই পেইসার।বাংলাদেশে আসার পর তার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। সবশেষ পরীক্ষার ফল ম্যাচ চলাকালীন অফিশিয়ালদের হাতে আসে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বিসিবি প্রধান নির্বাহী জানান কোভিড প্রটোকল মেনে ম্যাচও স্থগিত করা হয়েছে। তিনি বলেন, 'প্রিটোরিয়াসের প্রতিবেদন কিছুটা দেরিতে হাতে আসায় এ ছাড়া কোনো উপায় ছিল না। আমরা পরের ম্যাচের আগে আবারও সবার পরীক্ষা করাব।'
কোভিড পরীক্ষার ফল হাতে পাওয়া মাত্রই আইরিশ দলের চিকিৎসকেরা তাকে আইসোলেশনে নিয়ে যান। বিসিবির মেডিক্যাল টিম জানিয়েছে তার নমুনা এরই মধ্যে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।জরুরী ভিত্তিতে ম্যাচ অফিশিয়ালরা ম্যাচ স্থগিত করেন। ক্রিকেট আয়ারল্যান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ম্যাচের আগে কোভিড নেগেটিভ ছিল ক্রিকেটারদের। তবে, ম্যাচের দিন সকালে একজনের ফল রিভিউ করানো হলে পজিটিভ আসে।দুই দলই ফিরে যায় টিম হোটেলে। ম্যাচ বন্ধ হওয়ার সময় বাংলাদেশ এমার্জিং দলের স্কোর ছিল চার উইকেটে ১২২।শুক্রবার দুই দলের সবার করোনা টেস্ট করানো হবে। ফল পজিটিভ আসলে এই ম্যাচ সহ বাকি ম্যাচের ভাগ্য জানা যাবে।দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি।